Different Types of Imaginary Line of Geography | ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাল্পনিক রেখা সমূহ | [PDF]
হ্যালো বন্ধুরা ,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Different Types of Imaginary Line of Geography ( ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাল্পনিক রেখা সমূহ ) [PDF]
বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টি থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই আর দেরি না করে তালিকাটি মুখস্থ করে নাও কিংবা নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -
ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাল্পনিক রেখা সমূহ :-
|
কাল্পনিক রেখা |
যে যে সমবিন্দুগুলিকে
যুক্ত করে |
|
আইসোপ্লেথ |
কোন উত্পন্ন দ্রব্য বা ঘটনার সম পরিমানরেখা |
|
আইসোবার |
সম বায়ুচাপ রেখা |
|
আইসোবেস |
একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভূমিরূপের উত্থান ও অবনমন |
|
আইসোবাথ |
সামুদ্রিক সমগভীরতা রেখা |
|
আইসোবাথথার্ম |
সমুদ্রতলের নিচে একটি নির্দিষ্ট গভীরতায় প্রাপ্ত উষ্ণতা |
|
আইসোচেইম |
গড় শীতকালীন উষ্ণতা |
|
আইসোফ্লোর |
একই ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য |
|
আইসোগ্লাচিহাইপস |
ফার্নলাইনের উচ্চতা |
|
আইসোহেলাইন |
সামুদ্রিক সমলবণতা রেখা |
|
আইসোজিওথার্ম |
ভূগর্ভস্থ সমোষ্ণরেখা |
|
আইসোহেল |
সমরৌদ্রলোক রেখা |
|
আইসোহাইট |
সমবর্ষণ রেখা |
|
আইসোমার |
গড় মাসিক বৃষ্টিপাত |
|
আইসোনেফ |
সমমেঘ রেখা |
|
আইসোনিফ |
তুষারের গভীরতা |
|
আইসোপেক |
শিলার স্তরের গুরুত্ব |
|
আইসোরাইম |
তুষারের ঘনত্ব |
|
আইসোট্যাক |
বায়ু বা শব্দের সম গতিবেগ |
|
আইসোথার |
গড় গ্রীষ্মকালীন উষ্ণতা |
|
আইসোথার্ম |
সম উষ্ণতা রেখা |
|
আইসোথার্মোবাথ |
একটি নির্দিষ্ট গভীরতায় সমুদ্রজলের উষ্ণতা |
|
আইসোব্রন্ট |
একই সময়ে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি |
|
আইসিক্রোন |
পরিবহনের সমসময় রেখা |
|
আইসোশেশমল |
সম ভূকম্পতীব্রতা রেখা |
|
আইসোগনিক/আইসোগোনালস |
সমচৌম্বক নতি রেখা |
|
আইসোডাপানি |
কাঁচামাল ও উত্পাদিত দ্রব্যের মিলিত বা মোট পরিবহন ব্যয়
রেখা |
|
আইসোটিম |
সম পরিবহন ব্যয় রেখা |
|
আইসোলোবার |
বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন |
|
আইসোহাইপস |
সমুদ্রজলের উপরিভাগের উষ্ণতা |
|
কো-টাইডাল লাইনস |
সম জোয়ার রেখা |
|
আইসোলাইন বা আইসোপ্লেথ |
সম মান রেখা |
|
কনটোর লাইন |
সম উচ্চতা বিশিষ্ট রেখা |
|
আইসোফেনি |
ঋতুভিত্তিক ঘটনার যেমন উদ্ভিদের ফুল ফোটার তারিখ |
|
আইসোপোটেনশিয়াল |
ভূপৃষ্ঠে যেখানে আর্টিজীয় কুপের জল উঠতে পারে |
File Type : PDF
File Location : Google Drive
File Size : 220 kb
No. of Pages : 02
Download :: Click Here To Download
0 Comments
Please do not share any spam link in the comment box