Different Types of Imaginary Line of Geography | ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাল্পনিক রেখা সমূহ | [PDF]

 Different Types of Imaginary Line of Geography | ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাল্পনিক রেখা সমূহ | [PDF] 


Different Types of Imaginary Line of Geography

হ্যালো বন্ধুরা ,

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Different Types of Imaginary Line of Geography ( ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাল্পনিক রেখা সমূহ ) [PDF] 


                     বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টি থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই আর দেরি না করে তালিকাটি মুখস্থ করে নাও কিংবা নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -


ভৌগোলিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কাল্পনিক রেখা সমূহ :-


কাল্পনিক রেখা

যে যে সমবিন্দুগুলিকে যুক্ত করে

আইসোপ্লেথ

কোন উত্পন্ন দ্রব্য বা ঘটনার সম পরিমানরেখা

আইসোবার

সম বায়ুচাপ রেখা

আইসোবেস

একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভূমিরূপের উত্থান ও অবনমন

আইসোবাথ

সামুদ্রিক সমগভীরতা রেখা

আইসোবাথথার্ম

সমুদ্রতলের নিচে একটি নির্দিষ্ট গভীরতায় প্রাপ্ত উষ্ণতা

আইসোচেইম

গড় শীতকালীন উষ্ণতা

আইসোফ্লোর

একই ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য

আইসোগ্লাচিহাইপস

ফার্নলাইনের উচ্চতা

আইসোহেলাইন

সামুদ্রিক সমলবণতা রেখা

আইসোজিওথার্ম

ভূগর্ভস্থ সমোষ্ণরেখা

আইসোহেল

সমরৌদ্রলোক রেখা

আইসোহাইট

সমবর্ষণ রেখা

আইসোমার

গড় মাসিক বৃষ্টিপাত

আইসোনেফ

সমমেঘ রেখা

আইসোনিফ

তুষারের গভীরতা

আইসোপেক

শিলার স্তরের গুরুত্ব

আইসোরাইম

তুষারের ঘনত্ব

আইসোট্যাক

বায়ু বা শব্দের সম গতিবেগ

আইসোথার

গড় গ্রীষ্মকালীন উষ্ণতা

আইসোথার্ম

সম উষ্ণতা রেখা

আইসোথার্মোবাথ

একটি নির্দিষ্ট গভীরতায় সমুদ্রজলের উষ্ণতা

আইসোব্রন্ট

একই সময়ে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি

আইসিক্রোন

পরিবহনের সমসময় রেখা

আইসোশেশমল

সম ভূকম্পতীব্রতা রেখা

আইসোগনিক/আইসোগোনালস

সমচৌম্বক নতি রেখা

আইসোডাপানি

কাঁচামাল ও উত্পাদিত দ্রব্যের মিলিত বা মোট পরিবহন ব্যয় রেখা

আইসোটিম

সম পরিবহন ব্যয় রেখা

আইসোলোবার

বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন

আইসোহাইপস

সমুদ্রজলের উপরিভাগের উষ্ণতা

কো-টাইডাল লাইনস

সম জোয়ার রেখা

আইসোলাইন বা আইসোপ্লেথ

সম মান রেখা

কনটোর লাইন

সম উচ্চতা বিশিষ্ট রেখা

আইসোফেনি

ঋতুভিত্তিক ঘটনার যেমন উদ্ভিদের ফুল ফোটার তারিখ

আইসোপোটেনশিয়াল

ভূপৃষ্ঠে যেখানে আর্টিজীয় কুপের জল উঠতে পারে


File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
File Size :  220 kb
No. of Pages : 02

Also Download ::

Post a Comment

0 Comments