Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৬৮

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৬৮ 


Bengali GK Guide



◆ 1. কোন পালরাজার নামা অনুসারে বিক্রমশীলা মহাবিহার স্থাপিত হয় ? 
Ans : ধর্মপাল 

◆ 2. মহেঞ্জোদারো হতে প্রাপ্ত শীলমোহরে তিন মাথাওয়ালা দেবতার নাম কি ? 
Ans : পশুপতি 

◆ 3. প্রথম হিন্দি সাহিত্য কোনটি ? 
Ans : চাঁদ বরদাই রচিত পৃথ্বীরাজ রসো
 
◆ 4. ফাদার অফ মেডিসিন কাকে বলা হয় ? 
Ans : হিপোক্রেটাস 

◆ 5. ভারতের স্বাধীনতার সময় সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ? 
Ans : অ্যাটলী 

◆ 6. শিবাজি কোন মুঘল সেনাপতিকে হত্যা করেন ? 
Ans : আফজল খান 

◆ 7. প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা কে ছিলেন ? 
Ans : গোপাল 

◆ 8. সুন্নিদের কাছে কে জিন্দাপির নামে পরিচিত ছিলেন ? 
Ans : ঔরঙ্গজেব 

◆ 9. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ? 
Ans : জয়নাল আবেদিন 

◆ 10. স্যার টমাস রো কোন বছর ভারতে আসেন ? 
Ans : 1615 সালে



Post a Comment

0 Comments