Daily Current Affairs in Bengali (10/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
◓ 1. গ্রিন স্ট্রাটেজিক পার্টনারশিপ কে এগিয়ে নিয়ে যেতে ভারত ডেনমার্কের সাথে 4 টি চুক্তি স্বাক্ষর করলো
◓ 2. প্রাক্তন ইরান রাষ্ট্রপতি Abolhassan Banisadr সম্প্রতি প্রয়াত হলেন
◓ 3. প্রখ্যাত মালয়ালম লেখক Benyamin তার লেখা বই ‘Manthalirlie 20 Communist Varshangal’ এর জন্য 45 তম Vayalar Ramavarma মেমোরিয়াল লিটারারি অ্যাওয়ার্ড পেলেন
◓ 4. অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে DRDO চেয়ারম্যান জি সতীশ রেড্ডি কে আর্যভট্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হলো
◓ 5. প্রখ্যাত তেলেগু চলচ্চিত্র নির্মাতা বি গোপাল কে চতুর্থ সত্যজিত রায় অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হতে চলেছে
◓ 6. সার্বিয়ান উকিল Nikola Kovacevic UNHCR রিফিউজি অ্যাওয়ার্ড জিতলেন
◓ 7. UDAN স্কিমের অধীনে মহারাষ্ট্রের গ্রিনফিল্ড সিন্ধুদুর্গ এয়ারপোর্ট এর উদ্বোধন করলেন সিভিল এভিয়েশন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
◓ 8. ভান ধ্যান যোজনা ( Van Dhan Yojana ) কে বাস্তবায়িত করতে জম্মু-কাশ্মীর সরকারের সাথে TRIFED সংস্থা চুক্তি স্বাক্ষর করতে চলেছে
◓ 9. আসামের কামরূপ জেলায় ব্রহ্মপুত্র নদীর উপর 3 কিমি দৈর্ঘ্যের 4 টি লেন-ব্রিজ গড়ে তোলার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
◓ 10. প্রতিবছর 10 ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়, এবছরের থিম – Mental health in an unequal world
0 Comments
Please do not share any spam link in the comment box