Daily Current Affairs in Bengali (06/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
❐ 1.
আসামের গুয়াহাটি তে মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারের উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি
এম ভেঙ্কাইয়া নাইডু
❐ 2. প্রফেসর Eric A. Hanushek এবং ড: রুকমিনি ব্যানার্জী কে 2021 Yidan প্রাইজে সম্মানিত করা হলো
❐ 3. কনজিউমার ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্ল্যায়েন্সেস ম্যানুফ্যাকচারস এসোসিয়েশনের (CEAMA) প্রেসিডেন্ট পদে এরিক ব্রাগাঞ্জা কে নিযুক্ত করা হলো
❐ 4. ভারতীয় নৌ-বাহিনীর সাথে জোটবদ্ধ হয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক NAV-eCash কার্ড লঞ্চ করলো
❐ 5. কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া উত্তর-পূর্ব রাজ্য গুলির জন্য ড্রোন-ভিত্তিক ভ্যাকসিন ডেলিভারি মডেল ‘i-Drone (Drone Response and Outreach in North East)’ লঞ্চ করলেন, এটি তৈরী করেছে ICMR
❐ 6.
মহারাষ্ট্রের আলিবাগের সাদা পেঁয়াজ জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো
❐ 7.
প্রথমবার অনুষ্ঠিত মেল্টওয়াটার চ্যাম্পিয়ন চেস ট্যুর জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন
ম্যাগনাস কার্লসেন
❐ 8.
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী ভাজপাইয়ের প্রাইভেট সেক্রেটারি শক্তি সিনহা
প্রয়াত হলেন
❐ 9.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখনৌ তে ‘Azadi@75 – New Urban India : Transforming
Urban Landscape’ কনফারেন্স-কাম-এক্সপো এর উদ্বোধন করলেন
❐ 10.
রসায়ন বিভাগে 2021 নোবেল প্রাইজ জিতলেন Benjamin List এবং David W. C. MacMillan

0 Comments
Please do not share any spam link in the comment box