Daily Current Affairs in Bengali (09/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
☯ 1. ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটি (IFSCA) গ্লোবাল ফিনটেক হ্যাকাথন সিরিজ ‘I-Sprint’21’ লঞ্চ করলো
☯ 2. মহারাষ্ট্র সরকার কোভিড-19 ভ্যাকসিনেশন ড্রাইভ ‘মিশন কভচ কুণ্ডল’ লঞ্চ করলো
☯ 3. ন্যাশনাল টাইগার রিজার্ভ অথরিটি গুরুঘাসিদাস জাতীয় উদ্যান এবং তামর পিঙ্গলা অভয়ারণ্যের সম্মিলিত অঞ্চল কে বাঘ্র সংরক্ষন কেন্দ্রের মান্যতা দিলো
☯ 4. 2021 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথম ভারতীয় মহিলা হিসাবে সিলভার মেডেল জিতলেন অংশু মালিক
☯ 5. হাই এম্বিশন কোলিশন ফর নেচার এবং পিপল (High Ambition Coalition for Nature and People) গ্রুপে ভারত অফিসিয়ালি যুক্ত হলো
☯ 6. প্রতিবছর 9 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়, এ বছরের থিম – Sing, Fly, Soar – Like a Bird !, এছাড়াও এই দিনটি বিশ্ব ডাক দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – Innovate to recover
☯ 7. ভারত এবং সংযুক্ত রাজ্যের মধ্যে উত্তরাখন্ডে জয়েন্ট কোম্পানি লেভেল মিলিটারী অনুশীলন ‘অজেয়া ওয়ারিয়র’ এর ষষ্ঠ সংস্করণ শুরু হলো
☯ 8. FIH ষ্টার অ্যাওয়ার্ড 2020-21 এ পুরষদের মধ্যে বর্ষসেরা প্লেয়ার হলেন হারমানপ্রিত সিং এবং মহিলাদের মধ্যে গুর্জিত কৌর
☯ 9. 18000 কোটি টাকার অর্থের বিনিময়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের 100% মালিকানা কিনে নিলো টাটা গ্রুপ
☯ 10. APY Big Believers এবং Leadership capital নামক দুটি জাতীয় পুরস্কার জিতলো কর্নাটক বিকাশ গ্রামীন ব্যাঙ্ক (KVGB)
0 Comments
Please do not share any spam link in the comment box