Daily Current Affairs in Bengali (11/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

Daily Current Affairs in Bengali (11/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-



➥ 1. ইকোনমিক সায়েন্সে নোবেল প্রাইজ 2021 জিতলেন David Card, Joshua Angrist এবং Guido Imbens 

➥ 2. তেলেঙ্গানায় 9 দিন ব্যাপী বথুকম্মা উৎসব পালিত হচ্ছে 

➥ 3. ফর্মুলা ওয়ান তুর্কিশ গ্রান্ড প্রিক্স 2021 জিতলেন ফিনল্যান্ডের মার্সিডিজ চালক ভালটেরি বোটটাস

➥ 4. পাকিস্তানের পারমানবিক বোমার জনক ড: আব্দুল কাদের খান সম্প্রতি প্রয়াত হলেন 

➥ 5. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) গ্রাহক পরিষেবা স্বার্থে '6S ক্যাম্পেইন (Swabhiman, Samruddhi, Sampark, Shikhar, Sankalp এবং Swagat)' লঞ্চ করলো 

➥ 6. উত্তরাখণ্ডের দেরাদুনে Doon Drone Mela 2021 এর শুভ সূচনা করলেন সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া 

➥ 7. প্রতিবছর 11 ই অক্টোবর আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয়, এ বছরের থিম - 'Digital generation. Our generation'

➥ 8. REC সোলার হোল্ডিংস এর 100% মালিকানা কিনে নিলো রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড 

➥ 9. ভারতে মহাকাশ প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান স্পেস এসোসিয়েশন নামক প্রাইভেট ইন্ডাস্ট্রি লঞ্চ করলেন

➥ 10. মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এর সেক্রেটারি পদে এম রবিচন্দ্রন কে নিযুক্ত করা হলো







Post a Comment

0 Comments