Daily Current Affairs in Bengali (12/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
☞ 1. ফুটবল ফেডারেশন FIFA ভারতে অনুষ্ঠিত হতে চলা মহিলা 2022 অনুর্দ্ধ – 17 ওয়ার্ল্ড কাপের জন্য ‘Ibha’ ম্যাস্কট লঞ্চ করলো
☞ 2. দিল্লীর সরকারী স্কুলের ছাত্র-ছাত্রীদের সঠিক কেরিয়ার বেছে নেওয়ার পরামর্শ দিতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ‘Desh Ke Mentor’ প্রোগ্রাম লঞ্চ করলেন
☞ 3. এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পরিবর্তে জয়পুর আন্তর্জাতিক এয়ারপোর্ট এর সম্পূর্ণ দায়িত্ব নিলো আদানি গ্রুপ
☞ 4. তামিলনাডু তে প্রাপ্ত এক বিশেষ ধরনের লবঙ্গ ‘কন্যাকুমারী লবঙ্গ’ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো
☞ 5. জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা Nedumudi Venu সম্প্রতি প্রয়াত হলেন
☞ 6. পোর্ট অপারেশনের ডিজিটাল মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সরকার ‘MyPortApp’ লঞ্চ করলো
☞ 7. ভারতীয় রেলওয়ে দুটি দুরপাল্লার মালবাহী ট্রেন ‘Trishul’ এবং ‘Garuda’ লঞ্চ করলো
☞ 8. প্রতিবছর 12 ই অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা হয়, এবছরের থিম – Don’t Delay, Connect Today : Time2Work
☞ 9. প্রাক্তন SBI চেয়ারম্যান রাজনিশ কুমার নতুন একটি বই লিখলেন যার শিরোনাম – ‘The Custodian of Trust – A Banker’s Memoir’
☞ 10. অর্থ মন্ত্রকের মুখ্য অথনৈতিক উপদেষ্টা পদ থেকে অবসর গ্রহণ করলেন কে ভি সুব্রামনিয়াম
0 Comments
Please do not share any spam link in the comment box