Daily Current Affairs in Bengali (01/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
✍ 1. ই-কমার্স সংস্থা আমাজন ইন্ডিয়া গ্লোবাল কম্পিউটার সায়েন্স এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করল
✍ 2. প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার Manny Pacquiao বক্সিং থেকে অবসর গ্রহণ করলেন, এছাড়া টোকিও অলিম্পিক মেডেলিস্ট রুপিন্দার পাল সিং হকি থেকে অবসর নিলেন
✍ 3. অস্ট্রেলিয়ার Carrara ওভালে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের প্রথম দিবা-রাত্রি পিঙ্ক-বল টেস্ট ম্যাচ খেললো
✍ 4. অটোমোটিভ স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল (ASDC) এর প্রেসিডেন্ট পদে বিনোদ আগারওয়াল কে নিযুক্ত করা হলো
✍ 5. ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভার্টাইজার ( ISA ) এর চেয়ারম্যান পদে সুনীল কাটারিয়া কে নিযুক্ত করা হলো
✍ 6. সাস্টেনেবল ফাইন্যান্স এর উপর গঠিত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অর্থরিটি এর নতুন এক্সপার্ট প্যানেলের মুখ্য দায়িত্বে থাকবেন সি কে মিশ্র
✍ 7. IIFL ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2021 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি
✍ 8. 38 তম PRAGATI ( Pro-Active Governance and Timely Implementation ) মিটিং এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✍ 9. ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোসিটরিজ ( NSDL ) এর MD এবং CEO পদে পদ্মজা চুন্দুরু কে নিযুক্ত করা হলো
✍ 10. প্রতিবছর 1 লা অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটি বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয়

0 Comments
Please do not share any spam link in the comment box