Daily Current Affairs in Bengali (13/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➢ 1. 22 তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স সম্মান পেলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ডিরেক্টর ড: রনদীপ গুলেরিয়া
➢ 2. এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অরুন কুমার মিশ্র কে নিযুক্ত করা হলো
➢ 3. আন্তর্জাতিক এনার্জি এজেন্সি স্থায়ী সদস্য পদ গ্রহনের জন্য ভারত কে আমন্ত্রণ জানালো
➢ 4. বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি স্বয়ংচালিত এবং চালকহীন ট্রেন লঞ্চ করলো
➢ 5. পেরু তে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ ভারত 43 টি মেডেল জিতে মেডেল তালিকায় শীর্ষস্থান অধিকার করলো
➢ 6. 28 তম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা দিবস প্রোগ্রামের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
➢ 7. অস্ট্রিয়ার নতুন চান্সেলর পদে Alexander Schellenberg কে নিযুক্ত করা হলো
➢ 8. প্রাক্তন SBI চেয়ারম্যান রাজনিশ কুমার কে BharatPe এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো
➢ 9. কিরগিস্তানের কমিউনিটি ডেভেলপমেন্ট সম্পর্কিত প্রজেক্টের জন্য ভারত $ 200 মিলিয়ন অর্থের লাইন-অফ-ক্রেডিট ঘোষণা করলো
➢ 10. ভার্চুয়াল ফরম্যাটে আফঘানিস্তানের উপর G20 এক্সট্রাঅর্ডিনারি লিডার্স সামিটে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
0 Comments
Please do not share any spam link in the comment box