Daily Current Affairs in Bengali (03/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
❖ 1. কেন্দ্রীয় সরকার মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে পি কে পুরয়ার আরো এক বছরের জন্য বহাল রাখলো
❖ 2. ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরী করতে চলেছে
❖ 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বছ ভারত মিশন-আরবান 2.0 এবং অটল মিশন ফর রিজুভিনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন (AMRUT) 2.0 লঞ্চ করলেন
❖ 4. এয়ার মার্শাল সন্দীপ সিং ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাইস-চিফ পদের দায়িত্ব নিলেন
❖ 5. ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ (MoFPI) ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো
❖ 6. এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 এ ভারতীয় দল ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লো
❖ 7. উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দেশের বয়স্ক নাগরিকদের জন্য ‘SACRED ( Senior Able Citizens for Re-Employment in Dignity )’ পোর্টাল লঞ্চ করলেন
❖ 8. মেঘালয় রাজ্যের মুখ্য সচিব পদে আইএএস অফিসার Rebecca Vanessa Suchiang কে নিযুক্ত করা হলো
❖ 9. ইন্ডিয়ান স্টিল এসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল এবং এক্সিকিউটিভ প্রধান পদে অলোক সহায় কে নিযুক্ত করা হলো
❖ 10. কম্পিটিশন কমিশন প্রধান অশোক কুমার গুপ্ত কে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (NFRA) এর চেয়ারপার্সন পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো

0 Comments
Please do not share any spam link in the comment box