Daily Current Affairs in Bengali (05/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
◉ 1. মোহামেডান স্পোর্টিং কে হারিয়ে ডুরান্ড কাপ 2021 ফুটবল ট্রফি জিতলো এফসি গোয়া
◉ 2. 1 লা অক্টোবর 2021 থেকে 31 শে মার্চ, 2022 পর্যন্ত দুবাই তে ওয়ার্ল্ড এক্সপো 2020 এর আয়োজন করা হলো, থিম – Connecting Minds, Creating the Future
◉ 3. দ্বিতীয়বারের জন্য ইথিওপিয়া এর প্রধান মন্ত্রী পদের শপথ গ্রহন করলেন অ্যাবি আহমেদ
◉ 4. প্রতিবছর 5 ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়, এবছরের থিম – Teachers at the heart of education recovery
◉ 5. লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন বি সি পটনায়েক
◉ 6. পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ 2021 পেলেন Syukuro Manabe, Klaus Hasselman এবং Giorgio Parisi
◉ 7. বিশ্বের বৃহত্তম খাদি কাপড়ের তৈরী জাতীয় পতাকা লাদাখের লে তে উত্তোলন করলেন লাদাখ লিউটেন্যান্ট গভর্নর আর কে মাথুর
◉ 8. প্রতিবছর 4 ই অক্টোবর থেকে 10 ই অক্টোবর পর্যন্ত বিশ্ব মহাকাশ সপ্তাহ পালন করা হয়, এ বছরের থিম – Women in Space
◉ 9. US ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এর পক্ষ থেকে শিব নাদার এবং মল্লিকা শ্রীনিবাসন কে 2021 গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে
◉ 10. CRISIL সংস্থার ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অমিশ মেহতা কে নিযুক্ত করা হলো

0 Comments
Please do not share any spam link in the comment box