Daily Current Affairs in Bengali (02/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➥ 1. প্রতিবছর 2 রা
অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়
➥ 2. আফ্রিকার প্রথম নোবেল জয়ী সাহিত্যিক Wole Soyinka নতুন একটি উপন্যাস লিখলেন যার শিরোনাম – ‘Chronicles from the Land of the Happiest People on Earth’
➥ 3. মিনিস্ট্রি অফ সোশ্যাল
জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট দেশ জুড়ে প্রথমবার বয়স্ক ব্যক্তিদের জন্য হেল্পলাইন
নম্বর ‘14567’ লঞ্চ করলো
➥ 4. স্টেকহোল্ডারদের মধ্যে
সচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশন অ্যাপ লঞ্চ করলেন
➥ 5. লাদাখের Turtuk এ স্ট্রাটেজিক
রোডস এবং বর্ডার রোডস আপগ্রেডেশন প্রজেক্টের শিলান্যাস করলেন লাদাখ লিউটেন্যান্ট গভর্নর
আর কে মাথুর
➥ 6. চেন্নাই মেট্রো রেল
সিস্টেম বিস্তৃতির জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ( AIIB ) $ 356.67
মিলিয়ন লোনের সম্মতি দিলো
➥ 7. রেল সেফটি টেকনোলজির
জন্য কেরালা রেল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ( IISc ) এর সাথে
চুক্তি স্বাক্ষর করলো
➥ 8. তথ্য এবং ছবি সংগ্রহের
জন্য NASA এবং US জিওলজিক্যাল সার্ভে মিলিত মিশনের মাধ্যমে Landsat 9 স্যাটেলাইট
লঞ্চ করলো
➥ 9. ইংল্যান্ডের বিশ্বকাপ
বিজেতা এবং লিভারপুল লেজেন্ড বিখ্যাত ফুটবলার রজার হান্ট প্রয়াত হলেন
➥ 10. আইকনিক ইন্ডিয়ান
সুপারহিরো চাচা চৌধুরী কে নামামি গঙ্গা প্রোগ্রামের জন্য ম্যাসকট ঘোষণা করা হলো

0 Comments
Please do not share any spam link in the comment box