Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৫৫

  Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৫৫ 





☞ 1. উত্তর আমেরিকা মহাদেশের ঘনবসতিপূর্ণ নগরের মধ্যে অন্যতম ভ্যাঙ্কুভার শহর কোথায় অবস্থিত ? 
Ans : কানাডা 

☞ 2. সবচেয়ে পুরনো এবং বৃহত্তম ন্যাশনাল পার্ক ইয়েলো স্টোন কোথায় অবস্থিত ? 
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র

☞ 3. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিকেল পাওয়া স্থান স্যাডব্যারি কোথায় অবস্থিত ? 
Ans : কানাডা 

☞ 4. মালাকানাঙ প্যালেস কোন দেশে অবস্থিত ? 
Ans : ম্যানিলা 

☞ 5. মাও মোসেলিয়ম স্মৃতি সৌধটি কোন দেশে অবস্থিত ? 
Ans : বেজিং 

☞ 6. প্রখ্যাত সচিবালয় ক্রেমলিন কোন দেশে অবস্থিত ? 
Ans : মস্কো 

☞ 7. ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র স্থান আল-আসকা মসজিদ কোন দেশে অবস্থিত ? 
Ans : জেরুজালেম 

☞ 8. অন্যতম পর্যটন স্থল হনলুলু কোথায় অবস্থিত ? 
Ans : হাওয়াই দ্বীপ 

☞ 9. অন্যতম গবাদি পশু বাণিজ্য কেন্দ্র ক্যামসাস কোথায় অবস্থিত ? 
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র 

☞ 10. পৃথিবীর অন্যতম প্রাচীন জলপথ সেত-আল-আরব কোন দেশে অবস্থিত ? 
Ans : ইরাক


Post a Comment

0 Comments