West Bengal Group D Current Affairs in Bengali (20/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

West Bengal Group D Current Affairs in Bengali (20/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs


West Bengal Group D Current Affairs in Bengali (20/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-


■ 1. 60 তম ন্যাশনাল ওপেন এথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতলেন পাঞ্জাবের হারমিলন কৌর বাইন্স 

■ 2. ফিনো পেমেন্টস ব্যাঙ্ক বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

■ 3. ভারতের 70 তম চেস গ্রান্ডমাস্টার হলেন হায়দ্রাবাদের আর রাজা রিথভিক

■ 4. Tele-Law রেজিস্ট্রেশনে উৎসাহ দিতে আইন এবং বিচার মন্ত্রক 'Ek Pahal' ক্যাম্পেইন লঞ্চ করলো 

■ 5. ক্যাপ্টেন অমরিন্দার সিং পদত্যাগের পর, পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিলেন চরণজিৎ সিং চান্নি

■ 6. মনিপুরের দুই বিখ্যাত পণ্য Sirakakhong Chilli এবং Tamenglong Orange জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো 

■ 7. সিকিম সরকার Katley (Cooper Mahseer) মাছ কে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করলো

■ 8. লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (LIC) ডেভেলপমেন্ট অফিসারদের জন্য 'PRAGATI (Performance Review Application, Growth and Trend Indicator)' নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো
 
■ 9. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'Shining Sikh Youth of India', বইটি লিখেছেন Dr Prabhleen Singh 

■ 10. ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে রানিন্দার সিং কে পুনরায় নির্বাচিত করা হলো




Post a Comment

0 Comments