1.
কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজে সম্মেলন আহ্বান
করেছিলেন ?
[a]
শ্বেতাম্বর
[b]
মহাযান
[c]
হীনযান
[d]
কোনটি সঠিক নয়
2.
দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন ?
[a]
আলাউদ্দিন খলজি
[b]
মহম্মদ বিন তুঘলক
[c]
ফিরোজ শাহ তুঘলক
[d]
বলবন
3.
নিম্নের কোন শহরে দুগ্ধ গবেষণাগার কেন্দ্র অবস্থিত ?
[a]
আনন্দ
[b]
মথুরা
[c]
খড়গপুর
[d]
কুর্নুল
4. মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দেন ?
[a]
বিরসা
[b]
বাপট
[c]
সিঁধু
[d]
কোড়া মান্না
5. চুয়াড় বিদ্রোহ কোন সালে সংঘটিত হয় ?
[a]
1857
[b]
1766
[c]
1769
[d]
1831
6. স্বাধীনতার সময় ভারতের জাতীয়
কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
[a]
জে বি কৃপালিনী
[b]
মৌলানা আবুল কালাম আজাদ
[c]
চক্রবর্তী রাজা গোপালাচারী
[d]
জওহরলাল নেহেরু
7.
1928 এর কলকাতা অধিবেশনে, কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
[a]
রাসবিহারী ঘোষ
[b]
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
[c]
গোপালকৃষ্ণ গোখলে
[d]
মতিলাল নেহেরু
8.
আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
[a]
ষষ্ঠ
[b]
পঞ্চম
[c]
চতুর্থ
[d]
সপ্তম
9.
নিম্নের কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে ?
[a]
কৃষ্ণা
[b]
কাবেরী
[c]
নর্মদা
[d]
গোদাবরী
10. কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার
শিল্প বিকশিত হয়েছিল ?
[a]
সাতবাহন
[b]
কুষাণ
[c]
গুপ্ত
[d]
মৌর্য
11. ভারতের জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা
অধিনায়ক কে ছিলেন ?
[a]
নেতাজি সুভাষচন্দ্র বোস
[b]
রাসবিহারী বোস
[c]
ক্যাপ্টেন মোহন সিং
[d]
কোনটি সঠিক নয়
12. মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট
বনভূমির পরিমান বেশি কোন রাজ্যের ?
[a]
অরুণাচল প্রদেশ
[b]
মিজোরাম
[c]
মেঘালয়
[d]
মধ্যপ্রদেশ
13. পশ্চিমবঙ্গে গঙ্গার সক্রিয় বদ্বীপ
রয়েছে -
[a]
নদীয়া, কলকাতা, হুগলি,
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়াতে
[b]
শুধু সুন্দরবনে
[c]
শুধু উত্তর ও দক্ষিন 24 পরগনা
[d]
শুধু পূর্ব মেদিনীপুর
14. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি একটি
উৎসেচক তৈরি করে যেটি হল -
[a]
ইনসুলিন
[b]
টায়ালিন
[c]
পেপসিন
[d]
ট্রিপসিন
15. নিম্নের কোন প্রাণীতে রুমিনেন্ট
পাকস্থলী দেখা যায় -
[a]
গরু
[b]
কুকুর
[c]
পায়রা
[d]
উপরের কোনটি নয়
16. নিম্নের কোন রোগ টি আয়োডিনের অভাবে
ঘটে ?
[a]
গয়টার
[b]
রাতকানা
[c]
রিকেট
[d]
রিউম্যাটিজম
17. নিম্নের কোন ভিটামিনের রাসায়নিক নাম
অ্যাসকর্বিক অ্যাসিড ?
[a]
ভিটামিন A
[b]
ভিটামিন B
[c]
ভিটামিন D
[d]
ভিটামিন C
18. শরীরের মধ্যে ঘটে চলা জৈব রাসায়নিক
বিক্রিয়া ___ নামে পরিচিত
[a]
অ্যানাবলিজম
[b]
ক্যাটাবলিজম
[c]
মেটাবলিজম
[d]
কোনটি নয়
19. সমতল দর্পনে গঠিত প্রতিবিম্বের বস্তু
সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা কে ___ বলে
[a]
সদ প্রতিবিম্ব
[b]
অসদ প্রতিবিম্ব
[c]
পার্শ্ব পরিবর্তন
[d]
কোনটি সঠিক নয়
20. আনন্দমঠ - উপন্যাসটি কে রচনা করেন ?
[a]
রবীন্দ্রনাথ ঠাকুর
[b]
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[c]
বিদ্যাসাগর
[d]
দীনবন্ধু মিত্র
21. বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন সালে
রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি লেখেন ?
[a]
1906
[b]
1904
[c]
1907
[d]
1905
22. নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় ?
[a]
মহাজাগতিক রশ্মি
[b]
গামা রশ্মি
[c]
বিটা রশ্মি
[d]
এক্স রশ্মি
23. কত সালে ইনফোসিস সংস্থা প্রতিষ্ঠিত হয়
?
[a]
1981
[b]
1985
[c]
1984
[d]
1982
24. কাইজার-ই-হিন্দ উপাধি কে পেয়েছিলেন ?
[a]
রবীন্দ্রনাথ ঠাকুর
[b]
জওহরলাল নেহেরু
[c]
মহাত্মা গান্ধী
[d]
চিত্তরঞ্জন দাস
25. 'রেশমি রুমাল' ষড়যন্ত্র মামলা কত সালে ঘটে ?
[a]
1911
[b]
1912
[c]
1916
[d]
1919
26. রাইটার্সের অলিন্দ যুদ্ধ কত সালে
সংঘটিত হয় ?
[a]
1929
[b]
1932
[c]
1931
[d]
1930
27. 'স্বরাজ আমার জন্মগত
অধিকার' উক্তিটি কার ?
[a]
লালা লাজপত রায়
[b]
বাল গঙ্গাধর তিলক
[c]
বিপিন চন্দ্র পাল
[d]
সুভাষচন্দ্র বসু
28. কলকাতা-মুম্বাই জাতীয় সড়ক যা আগ্রার
মধ্য দিয়ে গেছে তার নাম কি ?
[a]
NH-5
[b]
NH-8
[c]
NH-6
[d]
NH-3
29. পশ্চিমবঙ্গের স্বাক্ষরতার হার কত ?
[a]
74.04 %
[b]
76.26 %
[c]
71.16 %
[d]
82.67 %
30. দ্রাঘিমা অনুসারে ভারতের
পূর্বপ্রান্তে অবস্থিত রাজ্যটির নাম কি ?
[a]
মনিপুর
[b]
অরুণাচল প্রদেশ
[c]
নাগাল্যান্ড
[d]
মিজোরাম
31. দক্ষিন ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
[a]
কৃষ্ণা
[b]
গোদাবরী
[c]
কাবেরী
[d]
নর্মদা
32. কুইনাইন উদ্ভিদের কোন অংশে থাকে ?
[a]
পাতা
[b]
শিকড়
[c]
কাণ্ডের ছাল
[d]
ফল
33. যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু
বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, সেই প্রক্রিয়া কে বলে -
[a]
জারণ
[b]
জারক পদার্থ
[c]
বিজারণ
[d]
বিজারক পদার্থ
34. সহজ পাঠের লেখক কে ?
[a]
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[b]
রবীন্দ্রনাথ ঠাকুর
[c]
অবনীন্দ্রনাথ ঠাকুর
[d]
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
35. ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হল -
[a]
কেন্দ্রীয় সরকার
[b]
ভারতের জনগন
[c]
সুপ্রীম কোর্ট
[d]
রাষ্ট্রপতি
36. সম্প্রতি প্রয়াত ভারতের প্রথম
দ্রোনাচার্য পুরস্কার প্রাপক ওম এম নামিবিয়া কোন ক্রীড়ার সাথে যুক্ত ছিলেন ?
[a]
রেসলিং
[b]
বক্সিং
[c]
ওয়েট লিফটিং
[d]
এথলেটিক্স
37. নিচের কোন রাশি দুটির একক একই ?
[a]
শক্তি ও বল
[b]
বলের ঘাত ও বল
[c]
ভরবেগ ও শক্তি
[d]
বলের ঘাত ও ভরবেগ
38. মিনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত ?
[a]
চেন্নাই
[b]
দিল্লী
[c]
কলকাতা
[d]
মুম্বাই
39. ভারতবর্ষে প্রথম আদমশুমারী সুচিত হয়
কোন সালে ?
[a]
1901
[b]
1891
[c]
1881
[d]
1872
40. ভারতের জলবায়ুকে প্রধানত কত গুলি
ঋতুতে ভাগ করা যায় ?
[a]
5 টি
[b]
4 টি
[c]
6 টি
[d]
কোনটি সঠিক নয়
41. যে সব গ্যাস সব অবস্থাতেই আদর্শ গ্যাস
সমীকরন PV=nRT মেনে
চলে, তাকে বলে -
[a]
বাস্তব গ্যাস
[b]
আদর্শ গ্যাস
[c]
প্রকৃত গ্যাস
[d]
আদর্শ চাপ
42. ভিল উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
[a]
মধ্যপ্রদেশ
[b]
উত্তর প্রদেশ
[c]
অসম
[d]
মেঘালয়
43. দ্য গ্লাস প্যালেস - বইটি কে লিখেছেন ?
[a]
অরুন্ধতী লাহিড়ী
[b]
ঝুম্পা লাহিড়ী
[c]
চেতন ভগৎ
[d]
অমিতাভ ঘোষ
44. পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্য এর
উৎপত্তি হয়েছে ?
[a]
পশ্চিম মেদিনীপুর
[b]
পূর্ব মেদিনীপুর
[c]
ঝাড়গ্রাম
[d]
পুরুলিয়া
45. পশ্চিমবঙ্গ সরকার কোন দিনটি কে
কন্যাশ্রী দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে ?
[a]
15 ই আগস্ট
[b]
14 ই আগস্ট
[c]
15 ই সেপ্টেম্বর
[d]
14 ই জুলাই
46. দিল্লির কোন সুলতান এখনকার কাগজের
নোটের মতন টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন ?
[a]
গিয়াসউদ্দিন তুঘলক
[b]
ফিরোজশাহ তুঘলক
[c]
মহম্মদ বিন তুঘলক
[d]
এদের কেউ নয়
47. কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত
হয়েছিল ?
[a]
ব্রামহি
[b]
পালি
[c]
মাগধী
[d]
দেবনাগরী
48. ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর
তৈরি হয়েছিল ?
[a]
শতদ্রু
[b]
গঙ্গা
[c]
ব্রহ্মপুত্র
[d]
মহানদী
49. গোপাল কৃষ্ণ গোখলে - নিম্নের কার
রাজনৈতিক গুরু ছিলেন ?
[a]
সুভাষচন্দ্র বোস
[b]
ভগৎ সিং
[c]
যতীন দাস
[d]
মহাত্মা গান্ধী
50. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা
উৎপাদন হয় ?
[a]
পশ্চিমবঙ্গ
[b]
ছত্তিশগড়
[c]
ওড়িশা
[d] ঝাড়খন্ড
0 Comments
Please do not share any spam link in the comment box