WBSSC Current Affairs in Bengali (25/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➤ 1. ভারতীয় সেনাবাহিনী আগামী 26 শে সেপ্টেম্বর থেকে 29 শে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় 'বিজয় সাংস্কৃতিক মহোৎসব' এর আয়োজন করতে চলেছে
➤ 2. Apple সংস্থার সহ-নির্মাতা Steve Wozniak নতুন স্পেস স্টার্টআপ 'Privateer Space' লঞ্চ করলেন
➤ 3. বিশ্বের উচ্চতম ইলেক্ট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন হিমাচল প্রদেশের কাজা গ্রামে উদ্বোধন করা হলো
➤ 4. প্রতিবছর 25 শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়, এ বছরের থিম - 'Pharmacy : Always trusted for your health' , এছাড়াও এই দিনটি অন্তর্দয় দিবস হিসেবে পালিত হয়
➤ 5. প্রাক্তন বিদেশ সেক্রেটারি বিজয় গোখলে নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'The Long Game : How the Chinese Negotiate with India'
➤ 6. বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল হেল্থ ফাইন্যান্সিং এর ব্র্যান্ড আম্বাসাডর পদে Gordon Brown কে নিযুক্ত করলো
➤ 7. গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস 'Best Use of Digital Technology' ক্যাটাগরিতে CIPS আওয়ার্ড জিতলো
➤ 8. Ian Nepomniachtchi কে হারিয়ে 2021 নরওয়ে চেস খেতাব জিতলেন ম্যাগনাস কার্লসেন
➤ 9. ডিপার্টমেন্ট অফ কমার্স 20 থেকে 26 শে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্য সপ্তাহ পালন করছে
➤ 10. প্রাক্তন অল ইন্ডিয়া রেডিও হিন্দি সংবাদ পাঠক রামানুজ প্রসাদ সিং প্রয়াত হলেন

0 Comments
Please do not share any spam link in the comment box