WBPSC Current Affairs in Bengali (23/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
⦿ 1. প্রতিবছর 23 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম - We Sign For Human Rights
⦿ 2. বাংলাদেশের Fairooz Faizah Beether কে তার সামাজিক কল্যাণমূলক কাজের জন্য 2021 চেঞ্জমেকার আওয়ার্ড এ সম্মানিত করা হলো
⦿ 3. ইনভেস্টর এবং ব্যবসায়ীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল 'ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম (NSWS)' লঞ্চ করলেন
⦿ 4. UN সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটারেস 4 জন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাডভোকেট নিযুক্ত করলেন, এরা হলেন কৈলাস সত্যার্থী, Valentina Munoz Rabanal, Brad Smith এবং BLACKPINK
⦿ 5. ইংলিশ ফুটবল হল অফ ফ্রেমের অন্যতম সদস্য প্রাক্তন ফুটবলার Jimmy Greaves প্রয়াত হলেন , এছাড়া পদ্মশ্রী প্রাপ্ত জ্যোতি:পদার্থবিজ্ঞানী থানু পদ্মানভন প্রয়াত হলেন
⦿ 6. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ আগের 11% থেকে কমিয়ে 10% নির্ধারণ করলো
⦿ 7. বেইজিং 2022 শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল মোটো প্রকাশিত হলো যেটি হল - 'Together for a Shared Future'
⦿ 8. ফেডারেল ব্যাংক OneCard সংস্থার সাথে জোটবদ্ধ হয়ে মোবাইল-ফার্স্ট ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে
⦿ 9. পাকিস্তানের বাবর মসিহ কে হারিয়ে নিজের 24তম বিশ্ব খেতাব (World Title) জিতলেন বিখ্যাত স্নুকার প্লেয়ার পঙ্কজ আদবানী
⦿ 10. বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) প্রোগ্রেস আওয়ার্ড এ সম্মানিত করা হলো

0 Comments
Please do not share any spam link in the comment box