WBPSC Current Affairs in Bengali (24/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

WBPSC Current Affairs in Bengali (24/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs





Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-


🎯 1. ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড এবং SBI কার্ড জোটবদ্ধ হয়ে কো-ব্র্যান্ডেড RuPay কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড লঞ্চ করতে চলেছে 

🎯 2. পুরুষদের জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 24 শে নভেম্বর থেকে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হতে চলেছে 

🎯 3. প্রখ্যাত লেখক অমিতাভ ঘোষের নতুন একটি অডিওবুক প্রকাশিত হলো যার শিরোনাম - 'Jungle Nama'

🎯 4. ভারত এই প্রথমবার ইন্ডিয়া-ইউনাইটেড কিংডম কনসুলার ডায়ালগ ভার্চুয়াল মাধ্যমে হোস্ট করলো

🎯 5. বিটকয়েন প্রতিষ্ঠাতা Satoshi Nakamoto এর মূর্তি হাঙ্গেরির বুদপেস্টে উদ্বোধন করা হলো 

🎯 6. মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের সেক্রেটারি হিসাবে এয়ার ইন্ডিয়া প্রধান রাজীব বানসাল কে নিযুক্ত করা হলো 

🎯 7. স্কুলে নতুন কারিকুলাম গড়ে তোলার জন্য শিক্ষা মন্ত্রকের তৈরি 12 জন সদস্যের কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন ISRO প্রধান K Kasturirangan

🎯 8. প্রাক্তন অরুণাচল প্রদেশ রাজ্যপাল এবং দিল্লী পুলিশ কমিশনার যুধভীর সিং দাদয়াল প্রয়াত হলেন

🎯 9. Phumzile Mlambo-Ngcuka কে গ্লোবাল গোলকিপার আওয়ার্ড (Global Goalkeeper Award) 2021 এ সম্মানিত করা হলো 

🎯 10. ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিত ভাবে 'ক্লাইমেট অ্যাকশন এন্ড ফাইন্যান্স মোবিলাইজেশন ডায়ালগ' লঞ্চ করলো








Post a Comment

0 Comments