WBPSC Current Affairs in Bengali (21/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
✎ 1. ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) প্রকাশিত তৃতীয় স্টেট ফুড সেফটি ইনডেক্স 2021 অনুযায়ী বড় রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে গুজরাট এবং ছোট রাজ্য গুলির মধ্যে প্রথম স্থানে গোয়া
✎ 2. দ্বিপাক্ষিক অনুশীলন 'সমুদ্র শক্তি' এর তৃতীয় সংস্করণ ভারত এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে শুরু হলো
✎ 3. প্রতিবছর 21 শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার দিবস পালন করা হয়, এ বছরের থিম - Know Dementia, Know Alzheimer's, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবেও পালিত হয়, এ বছরের থিম - Recovering Better for an Equitable and Sustainable World
✎ 4. অখিল ভারতীয় আখড়া পরিষদ সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি প্রয়াত হলেন
✎ 5. দ্রুততম ভারতীয় হিসেবে মাউন্ট এলব্রুস এবং মাউন্ট কিলিমাঞ্জরো আরোহণ করে ইতিহাস গড়লেন CISF অফিসার গীতা সামোতা
✎ 6. Kaveree Bamzai নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'The Three Khans : And the Emergence of New India'
✎ 7. গ্লোবাল ইনোভেশন ইনডেক্স 2021 অনুযায়ী ভারত 46 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইজারল্যান্ড
✎ 8. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর নবম স্থায়ী সদস্য দেশ হিসেবে ইরান যুক্ত হলো
✎ 9. 73 তম Emmy আওয়ার্ড এ শ্রেষ্ঠ ড্রামা সিরিজ হলো 'The Crown', শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা) - Josh O'Connor, শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা) - Olivia Colman
✎ 10. কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করার জন্য HDFC ব্যাংক এবং Paytm জোটবদ্ধ হলো

0 Comments
Please do not share any spam link in the comment box