Important General Science Question-Answer for Upcoming Exams like WBSSC/WBCS/RAIL/WBP | আগামী WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর |

 

Important General Science Question-Answer for Upcoming Exams like WBSSC/WBCS/RAIL/WBP | আগামী WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর |           


Important General Science Question-Answer for Upcoming Exams like WBSSC/WBCS/RAIL/WBP

হ্যালো বন্ধুরা , 

                    জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় | 

তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Important General Science Question-Answer for Upcoming Exams like WBSSC/WBCS/RAIL/WBP ( ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর  ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :- 

নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো - 


1. ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত ? 
Ans : ম্যাগনেসিয়াম 

2. DNA থেকে RNA সৃষ্টির প্রক্রিয়া কে কি বলে ? 
Ans : ট্রান্সক্রিপশন 

3. হিস্টোন হলো একধরনের __ প্রোটিন ?
Ans : নিউক্লিও 

4. কালাজ্বর রোগটির বাহক কে ? 
Ans : স্যান্ড মাছি 

5. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়-বৃষ্টি দেখা যায় ? 
Ans : ট্রপোস্ফিয়ার

6. পরীক্ষাগারে সৃষ্ট প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি হল - 
Ans : ইউরিয়া 

7. পদার্থের যে অবস্থা টি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয় ?
Ans : প্লাজমা 

8. দুধ একপ্রকার দ্রবণ যাকে বলা হয় -
Ans : ইমালসন 

9. পর্যায় সারণীতে উপস্থিত সবচেয়ে হালকা ধাতু হলো ? 
Ans : লিথিয়াম 

10. মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে সেটা হল -
Ans : ফরমিক এসিড 

11. গাড়ির হেডলাইটে কোন ধরণের দর্পন ব্যবহৃত হয় ?
Ans : অধিবৃত্তাকার অবতল দর্পন 

12. অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় কোন বিজ্ঞানের অন্তর্গত ? 
Ans : ক্রায়োজেনিক্স 

13. একটি অর্ধপরীবাহির তাপমাত্রা বাড়লে তার রোধ কি হবে ? 
Ans : কমবে 

14. ওহমের সূত্র অনুযায়ী, বিভবপ্রভেদ কোন রাশির সাথে সমানুপাতিক ?
Ans : তড়িৎ প্রবাহমাত্রা

15. উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম সংক্রান্ত বিষয় রয়েছে কোন বিজ্ঞানের শাখায় ? 
Ans : প্যালিওন্টোলজি

16. গোবর গ্যাসের মুখ্য উপাদান কি ?
Ans : মিথেন (CH4)

17. কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসের রূপান্তর কে কি বলে ?
Ans : ঊর্ধ্বপাতন 

18. ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ? 
Ans : এলুমিনিয়াম 

19. কম্পিউটারে ব্যবহৃত ইন্টিগ্রেটেড চিপ __ দিয়ে তৈরি ?
Ans : সিলিকন 

20. যেকোনো চক্ষুদানের সময় চোখের ___ অংশটি প্রতিস্থাপিত হয় 
Ans : কর্নিয়া 

21. জলের বাস্পীভবনের লীনতাপের মান কত ? 
Ans : 537 kcal/gm

22. WBC এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে কোন রোগ হয় ?
Ans : লিউকোপিনিয়া

23. কাপড় কাচার সোডা হল - 
Ans : হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট 

24. কোন রাসায়নিক পদার্থ কে দার্শনিকের উল বলা হয় ?
Ans : জিঙ্ক অক্সাইড 

25. ফটোগ্রাফিক ফিল্ম এ কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ?
Ans : সিলভার ব্রোমাইড 

26. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ টি হল -
Ans : ত্বক 

27. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কি ?
Ans : কেলভিন

28. পতঙ্গ সম্বন্ধিত বিজ্ঞানকে কি বলা হয় ?
Ans : এন্টেমোলজি 

29. নিউট্রন কণার প্রকৃতি কি ?
Ans : নিস্তড়িৎ

30. কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় ? 
Ans : 4 ডিগ্রি সেলসিয়াস

31. ট্রাইকাসপিড কপাটিকা কোথায় অবস্থিত ? 
Ans : ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে 

32. থিবেসিয়ান কপাটিকা কোথায় অবস্থান করে ? 
Ans : করোনারী সাইনাস ও ডান অলিন্দ 

33. ভ্যারিওলা ভাইরাস কোন রোগের জন্য দায়ী ? 
Ans : গুটি বসন্ত 

34. সালমোনেলা টাইফি কোন রোগের জন্য দায়ী ? 
Ans : টাইফয়েড

35. অ্যাসপারজিলাস কি ঘটিত রোগ ? 
Ans : ছত্রাক 

36. অ্যামিবিক ডিসেন্ট্রি কোন ঘটিত রোগ ? 
Ans : প্রোটোজোয়া 

37. তেরো প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিন্ড বিশিষ্ট প্রাণীটি হলো ?
Ans : আরশোলা 

38. চোখের কোন অংশ লেন্সের উপযোজনে সহায়তা করে ? 
Ans : সিলিয়ারি বডি 

39. সারা জীবনে অনেকবার দাঁত ওঠে, একে বলে ?
Ans : পলিফাইওডেন্ট

40. লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে কোন রোগ হয় ?
Ans : পলিসাইথিমিয়া 

41. লোহিত রক্ত কণিকার ভাঙনের জন্য যে এনিমিয়া হয় তাকে কি বলে ?
Ans : হিমোলাইটিক এনিমিয়া 

42. ভেসোপ্রেসিন হরমোনের প্রকৃতি কি রূপ ?
Ans : পলিপেপটাইড

43. ডাই হাইড্রক্সি ভিটামিন কোন স্থান থেকে ক্ষরিত হয় ?
Ans : ত্বক 

44. লেপটিন হরমোন কোন স্থান থেকে ক্ষরিত হয় ?
Ans : মেদ কলা 

45. ICSH হরমোন টি কি প্রকৃতির ?
Ans : গ্লাইকো প্রোটিনধর্মী 

46. সাইটোকাইনিন হরমোনটি কি প্রকৃতির ? 
Ans : ক্ষারধর্মী 

47. প্যানক্রিয়েটিক লাইপেজ এর উৎস কোথায় ? 
Ans : অগ্ন্যাশয় 

48. কোন ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে ?
Ans : এসচেরিয়া ই কোলাই 

49. তৃণভোজী প্রাণীদের সেলুলোজ পরিপাকে সহায়তা করে কোন ব্যাকটেরিয়া ?
Ans : ট্রাইকোডারমা কোনিগী

50. আপেল/ন্যাসপাতির কোন অংশ আমরা ভক্ষণ করি ?
Ans : মাংসল থ্যালামাস 

আরো পড়ুন :-

51. বস্তুর অবস্থান অসীম হলে উত্তল লেন্সে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে ?
Ans : ফোকাসে 

52. আদর্শ অ্যামমিটারের রোধ কত হয় ?
Ans : শূন্য 

53. আদর্শ ভোল্টমিটারের রোধের মান কত হয় ?
Ans : অসীম 

54. কাটা অংশে বা ক্ষতের রক্তপাত বন্ধ করার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?
Ans : অ্যালাম বা ফেরিক ক্লোরাইড 

55. ইথার এবং টলুইন এর মিশ্রণ কে আলাদা করা যায় কোন পদ্ধতিতে ?
Ans : পাতন 

56. জল ও লবনের মিশ্রণ কে আলাদা করা যায় কোন পদ্ধতিতে ? 
Ans : বাস্পীভবন 

57. ডি-ব্রগলির মডেল থেকে কি জানা যায় ?
Ans : ইলেকট্রনের দ্বৈতসত্ত্বা

58. প্লেট থেকে অম্লতা নি:সরনে অ্যান্টাসিড হিসেবে কোনটি ব্যবহৃত হয় ?
Ans : মিল্ক অফ ম্যাগনেশিয়া (Mg(OH)2)

59. একোয়া রিজিয়া তে হাইড্রোক্লোরিক এসিড এবং নাইট্রিক এসিড কি অনুপাতে থাকে ?
Ans : 3 : 1 

60. ক্ৰায়োলাইট - নিম্নের কোন ধাতুর আকরিক ?
Ans : এলুমিনিয়াম 

61.পাখি বাদুড়ের থেকে পৃথক কিসের উপস্থিতিতে ? 
Ans : ডায়াফ্রাম 

62. গুপ্তবীজি উদ্ভিদে কি উৎপাদনের জন্য তিনবার সংযুক্তি ঘটে ? 
Ans : শস্য 

63. নর এপিনেফ্রিনের প্রধান কাজ হল - 
Ans : মূত্র উৎপাদন বাড়ানো 

64. কোলেস্টেরল হলো একটি - 
Ans : স্টেরয়েড 

65. উদ্ভিদেরা কোন রূপে গ্লুকোজ সঞ্চয় করে রাখে ?
Ans : স্টার্চ 

66. ডারউইন এর মতানুযায়ী ন্যাচারাল সিলেকশনের একক হল -
Ans : স্পিসিস বা প্রজাতি 

67. কোন ভিটামিন টি উত্তাপ ও বায়ুতে সবথেকে সহজে ধ্বংস হয় ?
Ans : ভিটামিন C 

68. ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয় ? 
Ans : পারনিসিয়াস এনিমিয়া 

69. চোখের রেটিনাতে তৈরি হওয়া কোনো বস্তুর চিত্র হল - 
Ans : বাস্তব ও অবশীর্ষ

70. প্রথম সরল অনুবীক্ষন যন্ত্র কে আবিষ্কার করেন ? 
Ans : লিউয়েন হক

71. হাতে, পায়ে, কোমরে যে দাদ তৈরি হয় সেটি কি ঘটিত ?
Ans : ছত্রাক 

72. একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রত্যহ কত কিলো ক্যালোরির শক্তির প্রয়োজন ?
Ans : 2500 - 3000 কিলোক্যালোরি

73. গ্লসাইটিস রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?
Ans : ভিটামিন B কমপ্লেক্স 

74. শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয় ?
Ans : 38 অনু 

75. সাইটোপ্লাজমীয় মতবাদ টি কোন বিজ্ঞানী প্রকাশ করেন ? 
Ans : ডি ভৃস 

76. মস্তিস্ক, সুষুন্নাকাণ্ডে কোন ধরনের প্রাণী কলা উপস্থিত ? 
Ans : স্নায়ু কলা 

77. কার্ট হুইল মডেল কোন কোশীয় অঙ্গানুর সাথে যুক্ত ? 
Ans : সেন্ট্রিওল

78. প্রোটিন সংশ্লেষ করা কোন কোশীয় অঙ্গানুর প্রধান কাজ ?
Ans : রাইবোজোম

79. এলাইওপ্লাস্ট এ কোন জাতীয় খাদ্য জমা থাকে ? 
Ans : ফ্যাট 

80. প্রথম জীবিত কোশ কে আবিষ্কার করেন ? 
Ans : লিউয়েনহক 
81. প্রথম কোশ (মৃত কোশ) আবিস্কার কে করেন ? 
Ans : রবার্ট হুক 

82. শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয় ? 
Ans : যকৃৎ 

83. ক্যালামাইন থেকে কোন ধাতু নিষ্কাশিত হয় ? 
Ans : জিঙ্ক 

84. কার্নালাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত হয় ? 
Ans : ম্যাগনেসিয়াম

85. পেট্রোল ও গ্যাসোলিনের গুণমান বিচার করা হয় কোন সংখ্যা দ্বারা ?
Ans : অক্টেন সংখ্যা 

86. ওয়াটার গ্যাসের উপাদান কি কি ?
Ans : কার্বন মনো-অক্সাইড ও হাইড্রোজেন 

87. টেফলনের মনোমারের নাম কি ?
Ans : টেট্রাফ্লুরো ইথেন

88. গবেষণাগারের উপকরণ হিসাবে কোন ধরনের কাঁচ/গ্লাস ব্যবহৃত হয় ?
Ans : পাইরেক্স গ্লাস 

89. কপার সালফেটের জলীয় দ্রবণ কি নামে পরিচিত ?
Ans : ব্লু-ভিট্রিয়ল (CuSO4 . 5H2O)

90. জিপসামের রাসায়নিক সংকেত কি ?
Ans : CaSO4, 2H2O

91. প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি ? 
Ans : CaSO4 . 1/2 H2O

92. রুবি এবং নীলা পাথর হলো - 
Ans : এলুমিনিয়ামের অক্সাইড 

93. একটি পারমানবিক চুল্লীতে নিয়ামক হিসাবে কি ব্যবহৃত হয় ? 
Ans : গ্রাফাইট 

94. দুধের অম্লত্বের প্রধান কারণ __ এসিডের উপস্থিতি ?
Ans : ল্যাকটিক এসিড 

95. সোডালাইম কি ? 
Ans : Ca(OH)2 এবং NaOH এর মিশ্রণ 

96. বেয়ার বিকারক কি ? 
Ans : KMnO4 এর শীতল ক্ষারকীয় দ্রবণ 

97. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কোন মৌল ব্যবহৃত হয় ? 
Ans : সালফার 

98. সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ? 
Ans : সিজিয়াম (Cs) 

99. কোন রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল ?
Ans : পারদ 

100. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা তৈরি প্রথম হরমোন টি হল - 
Ans : ইনসুলিন 

  নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও  


File Details :

File Type : PDF 
File Location : Google Drive 
No. of pages : 04 
File Size : 537 kb


Also Download ::

Post a Comment

0 Comments