IBPS Guide Current Affairs in Bengali (29/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

IBPS Guide Current Affairs in Bengali (29/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs


IBPS Guide Current Affairs in Bengali (29/09/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-



✪ 1. কেভিনকেয়ার CMD সি কে রঙ্গনাথন কে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট এসোসিয়েশন (AIMA) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলো 

✪ 2. অরুনাচল প্রদেশের ব্রহ্মপুত্র মালভূমিতে হিন্দু তীর্থস্থান ‘পরশুরাম কুন্ড’ এর তৈরির কাজ শুরু করল কেন্দ্রীয় সরকার 

✪ 3. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ব্যাঙ্কিং রেগুলেশন আইন লঙ্ঘনের জন্য RBL ব্যাঙ্কের উপর 2 কোটি টাকার ফাইন চাপালো 

✪ 4. Swachh Survekshan 2022 এর সপ্তম সংস্করণের সূচনা করলেন ইউনিয়ন হাউসিং এবং আরবান অ্যাফেয়ার্স মন্ত্রী হারদ্বীপ সিং পুরী
 
✪ 5. জাপানের নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন দেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী Fumio Kishida

✪ 6. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (PTI) এর চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলেন আনন্দ বাজার গ্রুপ অফ পাবলিকেশনের ভাইস-চেয়ারম্যান অভীক সরকার 

✪ 7. ইউরোপ কে হারিয়ে 2021 রাইডার কাপ গল্ফ টুর্নামেন্ট জিতলো মার্কিন যুক্তরাষ্ট্র 

✪ 8. আসামের যুদিমা রাইস-ওয়াইন এবং রাজস্থানের সোজাত মেহেন্দি জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো 

✪ 9. প্রতিবছর 29 শে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস পালন করা হয়, এ বছরের থিম – ‘Use Heart to Connect’ 

✪ 10. ড: এম জি রামচন্দ্রন সেন্ট্রাল বা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন 100 শতাংশ সৌর-শক্তি চালিত রেল স্টেশনে পরিনত হলো









Post a Comment

0 Comments