GkToday Current Affairs in Bengali (28/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

GkToday Current Affairs in Bengali (28/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs



GkToday Current Affairs in Bengali (28/09/2021) for WBCS/PSC/Rail/SSC

Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-


❐ 1. প্রাক্তন নেভী অফিসার এবং লেখক কুলপ্রীত যাদব নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘The Battle of Rezang La’ 

❐ 2. মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 2021 তীরন্দাজী ওয়ার্ল্ড চাম্পিয়নশিপে ভারতীয় দল তিনটি সিলভার মেডেল জিতলো 

❐ 3. চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত Ostrava ওপেন WTA ডাবলস খেতাব জিতলো সানিয়া মির্জা এবং Zhang Shuai জুটি 

❐ 4. ওড়িশা এবং অন্ধ্র উপকুলের মাঝে সাইক্লোন ‘গুলাব’ আছড়ে পড়লো, এই ঝড়টির নামকরন করেছে পাকিস্তান 

❐ 5. ওড়িশার চাঁদিপুর থেকে আকাশ মিসাইলের নতুন ভার্সন ‘আকাশ প্রাইম’ মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করল ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)

❐ 6. ন্যাশনাল ক্যাডেট কর্পস ( NCC ) এর 34 তম ডিরেক্টর-জেনারেল পদের দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং 

❐ 7. চতুর্থ ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র হেলথ ডায়ালগ নতুন দিল্লিতে সম্পন্ন হলো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীন পাওয়ার এটিতে অংশগ্রহণ করলেন 

❐ 8. ইংল্যান্ড ক্রিকেটার মইন আলী টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন 

❐ 9. প্রতিবছর 28 শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস ( World Rabies Day ) পালিত হয়, এ বছরের থিম – Rabies : Facts, not Fear

❐ 10. দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন কে মাস্টারকার্ড সংস্থা নিজেদের গ্লোবাল আম্বাসাডর পদে নিযুক্ত করল





Post a Comment

0 Comments