GkToday Current Affairs in Bengali (27/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
❖ 1. Asiamoney 2021 পোল অনুযায়ী 'Overall Most Outstanding Company in India' এর সম্মান পেলো HDFC ব্যাংক
❖ 2. নাগাল্যান্ডের বিশেষ 'মিষ্টি শশা' জিওগ্রাফিক্যাল আইডেন্টিটিফিকেশন (GI) ট্যাগ পেলো
❖ 3. বন্দীদের দ্রুত রিলিজ করার জন্য সুপ্রিম কোর্ট নতুন একটি ইলেকট্রনিক সিস্টেম 'FASTER (Fast and Secured Transmission of Electronic Records)' লঞ্চ করলো
❖ 4. নিউইয়র্কে অনুষ্ঠিত 76 তম ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি (UNGA) এর সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ বছরের থিম - Building Resilience through hope to recover from Covid-19, rebuild sustainably, respond to the needs of the planet, respect the rights of people, and revitalise the United Nations'
❖ 5. ফর্মুলা ওয়ান রাশিয়ান গ্রান্ড প্রিক্স 2021 জিতলেন মার্সিডিজ চালক লিউস হ্যামিল্টন
❖ 6. প্রতিবছর 27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়, এ বছরের থিম - Tourism for Inclusive Growth
❖ 7. বিখ্যাত নারী অধিকার কর্মী এবং লেখক কমলা ভাসিন প্রয়াত হলেন
❖ 8. বাংলাদেশের ঢাকাতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিহিবিশন শুরু হলো
❖ 9. Howzat ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম ক্রিকেটার সুরেশ রায়না কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো
❖ 10. ওয়ার্ল্ড তীরন্দাজী এথলেটিস কমিটির সদস্য হিসেবে ভারতীয় তীরন্দাজ অভিষেক ভার্মা কে নির্বাচিত করা হলো

0 Comments
Please do not share any spam link in the comment box