BSSC Current Affairs in Bengali (26/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➥ 1. নতুন দিল্লীতে প্রথমবার অনুষ্ঠিত ন্যাশনাল কো-অপারেটিভ কনফারেন্সের সম্ভাষণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
➥ 2. সংযুক্ত রাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ভারতের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ হলো
➥ 3. প্রতিবছর 26 শে সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয়, এবছরের থিম - Prioritizing Environment Health for healthier communities in the global recovery
➥ 4. আজাদী কা মহোৎসবের অংশ হিসাবে এয়ারফোর্স স্টেশন শ্রীনগর ডাল হ্রদে একটি এয়ার শো আয়োজন করলো
➥ 5. অডিট ব্যুরো অফ সার্কুলেশন এর চেয়ারম্যান পদে দেবব্রত মুখার্জি কে নির্বাচিত করা হলো
➥ 6. নর্থ ইস্টার্ন রিজিয়নের অয়েল ও গ্যাস প্রজেক্টের জন্য কেন্দ্রীয় সরকার এক লক্ষ কোটি টাকার অনুমোদন দিলো
➥ 7. আন্তর্জাতিক হাইড্রোপাওয়ার এসোসিয়েশনের ব্লু প্লানেট প্রাইজ জিতলো NHPC এর 510 মেগাওয়াটের তিস্তা - V পাওয়ার স্টেশন
➥ 8. কয়লা ও কয়লা খনি উপর প্রথমবার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সম্পন্ন হলো
➥ 9. গ্লোবাল স্টার্ট-আপ ইকোসিস্টেম রিপোর্ট অনুযায়ী বেঙ্গালুরু 23 তম এবং দিল্লী 36 তম স্থান পেলো
➥ 10. নিরুপমা রাও নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'The Fractured Himalaya : How the Past Shadows the Present in India-China Relations'

0 Comments
Please do not share any spam link in the comment box