Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৩৩৬
⦿ 1. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : কেরল
⦿ 2. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করে আমলে সম্পন্ন হয় ?
Ans : কালাশোক
⦿ 3. নানাঘাট শিলালিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ?
Ans : প্রথম সাতকর্নী
⦿ 4. কোন সুলতান দাস কেনাবেচা বন্ধ করেন ?
Ans : ফিরোজ শাহ তুঘলক
⦿ 5. মানব শরীরের সবচেয়ে দীর্ঘ করোটিয় স্নায়ু কোনটি ?
Ans : ভেগাস
⦿ 6. ব্যাকটেরিয়ার কোন অঙ্গানু শ্বসনে অংশগ্রহণ করে ?
Ans : মেসোজোম
⦿ 7. ক্রেটিনিজম রোগটি ঘটে কোন হরমোনের অভাবে ?
Ans : থাইরক্সিন
⦿ 8. ফিউজ তার কোন ধাতু সংকর দিয়ে তৈরি ?
Ans : টিন ও সীসা
⦿ 9. মূত্রে জলের পরিমান নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
Ans : ADH
⦿ 10. রক্তের কোন কণিকা থেকে এন্টিবডি তৈরি হয় ?
Ans : লিম্ফোসাইট

0 Comments
Please do not share any spam link in the comment box