Daily Current Affairs in Bengali (23/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (23/09/2020) for WBCS/PSC/Rail/SSC



Daily Current Affairs in Bengali (23/09/2020) for WBCS/PSC/Rail/SSC





Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 



Q.1. ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) নিম্নের কোন বায়ু যানটির সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করলো ?

[A] ABISKAR
[B] ABHIMAN
[C] AHBYAS
[D] ABHYAS

Ans : [D] ABHYAS

ABHYAS হল High Speed Expendable Aerial Target
✦ ওড়িশার ITR বালাশর থেকে এটা লঞ্চ করা হল
✦ এই যানটি বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম পরীক্ষণে ব্যবহৃত হবে
✦ এটি তৈরি করেছে Aeronautical Development Establishment (ADE)
✦ DRDO চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি
✦ HQ - নতুন দিল্লী
✦ প্রতিষ্ঠা - 1958


Q.2. সোমালিয়ার নব নিযুক্ত প্রধানমন্ত্রী পদে নিম্নের কাকে নিযুক্ত করা হল ?

[A] মহম্মদ হুসেন রোবেল
[B] মোহাম্মদ হুসেন
[C] মহম্মদ নিহারি
[D] মহম্মদ নিশান

Ans : [A] মহম্মদ হুসেন রোবেল

✦ এর আগে এই পদে ছিলেন Hassan Ali Khaire
✦ সোমালিয়ার রাষ্ট্রপতি - Mohamed Abdullahi Farmaji
✦ সোমালিয়ার রাজধানী - মগাধীশু
✦ কারেন্সি - সোমালি শিলিংস


Q.3. দেশের প্রথম বায়োমেডিকেল পার্ক নিম্নের কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে ?

[A] কেরালা
[B] তামিলনাডু
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তেলেঙ্গানা

Ans : [A] কেরালা

✦ কেরালায় প্রথম মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং পার্ক গড়ে উঠতে চলেছে, দেশের মধ্যে এই প্রথম এমন মেডিকেল ডিভাইস পার্ক গড়ে উঠবে
✦ তিরুবনন্তপুরোম এর Thonnakkal এর লাইফ সায়েন্স পার্কে এটি গড়ে উঠবে
এই পার্কের প্রধান লক্ষ্য হবে মেডিকেল ডিভাইস গুলোর R&D সাপোর্ট, টেস্টিং, ইভ্যালুয়েশন এগুলো তে যথাসম্ভব সাহায্য করা
✦ কেরালা রাজধানী - থিরুবনান্তপুরম
✦ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
✦ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান


Q.4. নিম্মের কোন রাজ্যে খুব শীঘ্রই 'মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা' লঞ্চ হতে চলেছে ?

[A] বিহার
[B] পশ্চিমবঙ্গ
[C] ওড়িশা
[D] মধ্যপ্রদেশ

Ans : [D] মধ্যপ্রদেশ

✦ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের সাথে সাথে এই স্কিম শুরু হতে চলেছে
এই স্কিমের অধীনে অতিরিক্ত 4000 টাকা দেওয়া হবে যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের উপভোক্তা রয়েছেন
✦ এছাড়া কৃষক উপযোগী বিভিন্ন স্কিম এই সাথে প্যাকেজ হিসাবে যুক্ত করা হবে, রাজ্যের কৃষকদের অবস্থা উন্নতি করতেই এই পদক্ষেপ
✦ মধ্যপ্রদেশ রাজধানী - ভোপাল
✦ মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান
✦ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল


Q.5. HDFC Life নিম্নের কোন ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করার জন্য পার্টনারশিপে যুক্ত হলো ?

[A] YES ব্যাংক
[B] ICICI ব্যাংক
[C] SBI
[D] Kotak Mahindra

Ans : [A] YES ব্যাংক

✦ এর ফলে YES ব্যাংকের গ্রাহকরা HDFC Life ইন্স্যুরেন্স এর সুবিধা পাবে,যদি তারা পলিসির সাথে যুক্ত হয়
✦ HDFC Life MD & CEO - ভিভা পাদলকার
✦ HQ - মুম্বাই, মহারাষ্ট্র
✦ YES ব্যাংক MD & CEO - প্রশান্ত কুমার
✦ HQ - মুম্বাই, মহারাষ্ট্র


Q.6. অ্যাডভেঞ্চার ট্যুরিজম কে প্রোমোট করতে ITBP নিম্নের কোন রাজ্যের সাথে চুক্তিবদ্ধ হলো ?

[A] গুজরাট
[B] উত্তরাখন্ড
[C] মেঘালয়
[D] আসাম

Ans : [B] উত্তরাখন্ড

✦ Indo-Tibetan Border Police (ITBP) উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হলো
✦ এই চুক্তির ফলে অ্যাডভেঞ্চার স্পোর্টস কে প্রোমোট করানো হবে, প্রত্যেক বছর 200 জনকে বিনা পয়সায় রাজ্য সরকার প্রশিক্ষণ দেবে,এই ট্রেনিং এ সক্রিয় ভূমিকা নেবে ITBP
✦ তেহেরী হ্রদের আশেপাশে এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হবে
✦ ITBP ডিরেক্টর জেনারেল - সুরজিৎ সিং দেশওয়াল
✦ উত্তরাখন্ড রাজধানী - দেরাদুন, গাইরসাইন
✦ মুখ্যমন্ত্রী - ত্রিভেন্দ্র সিং রাওয়াত
✦ রাজ্যপাল - ববি রানী মৌর্য 


Q.7. ভারতীয় নৌবাহিনী নিম্নের কোন দেশের সাথে প্যাসেজ অনুশীলন 'PASSEX' শুরু করল ?

[A] জাপান
[B] চীন
[C] অস্ট্রেলিয়া
[D] রাশিয়া

Ans : [C] অস্ট্রেলিয়া

✦ রয়াল অস্ট্রেলিয়ান নেভির সাথে ভারতীয় নেভি ভারত মহাসাগরের পূর্ব অঞ্চলে এই অনুশীলন শুরু করলো
✦ ভারতের দিক থেকে নৌ-জাহাজ সহাদ্রি এবং কারমুক এই অনুশীলনে অংশগ্রহন করবে 
✦ এটি দুই দেশের নৌসেনার একটা মিলিত অনুশীলন যার ফলে নিজেদের ওয়েপন ফায়ারিং, ফ্লাইং অপারেশন্স এগুলো পরখ করে নেওয়া যায়
✦ ভারতীয় নৌবাহিনী প্রধান - অ্যাডমিরাল করমবীর সিং


Q.8. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Aarogya Manthan' 2.0 এর সভাপতিত্ব করলেন ?

[A] নরেন্দ্র মোদি
[B] ধর্মেন্দ্র প্রধান
[C] অমিত শাহ
[D] ড: হর্ষবর্ধন

Ans : [D] ড: হর্ষবর্ধন

✦ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড: হর্ষবর্ধন 'আরোগ্য মন্থন' 2.0 এর সভাপতিত্ব করলেন
✦ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জান আরোগ্য যোজনা এর দ্বিতীয় বছর পালন করা হল
✦ আরোগ্য মন্থনের প্রধান লক্ষ্য হলো এই PMJAY স্কিম লাগু করতে যা যা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা, যারা এর দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলা, আরো কি করে এই স্কিম সবার কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয় খতিয়ে দেখা
✦ PMJAY লঞ্চ করা হয়েছিল 23 শে সেপ্টেম্বর, 2018


Q.9.  গ্রাহকদের অনেক বেশি সুরক্ষিত পদ্ধতিতে পেমেন্ট সিস্টেম ব্যবহারের জন্য VISA এর সাথে নিম্নের কোন অনলাইন পেমেন্ট সংস্থা চুক্তিবদ্ধ হলো ?

[A] পেটিএম
[B] জিও পে
[C] আমাজন পে
[D] গুগল পে

Ans : [D] গুগল পে

✦ এর ফলে ব্যবহার কারীরা নিজেদের ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড এর ডিটেইলস ব্যবহার না করে সিকিউর ডিজিটাল পিন এর মাধ্যমে গুগল পে এর পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারবে
✦ আপাতত এই সুবিধা পাবে Axis,SBI CARD এবং Kotak এর সাথে যুক্ত ব্যবহারকারীরা
✦ গুগল পে CEO - সুন্দর পিচাই ( যিনি গুগল CEO)
✦ ভারত-দক্ষিণ এশিয়া VISA গ্রুপ ম্যানেজার - TR Ramachandran


Q.10. নিম্নের কাকে Mali এর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পদে নিয়োগ করা হচ্ছে ?

[A] Bah Ndaw
[B] Assimi Goita
[C] Miali Ndaw
[D] Boubacar Keita

Ans : [A] Bah Ndaw

✦ প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী Bah Ndaw কে অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে
✦ এর আগে এই পদে ছিলেন Ibrahim Boubacar Keita
✦ ভাইস প্রেসিডেন্ট হলেন - Assimi Goita
✦ Republic of Mali রাজধানী - Bamako
✦ কারেন্সি - West African CFA franc






   ⏩ Daily One-Liner Current Affairs



1. ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) বায়ু যান 'ABHYAS' এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করলো

✦ 2. সোমালিয়ার নব নিযুক্ত প্রধানমন্ত্রী পদে মহম্মদ হুসেন রোবেল কে নিযুক্ত করা হল

✦ 3. দেশের প্রথম বায়োমেডিকেল পার্ক কেরালায় গড়ে উঠতে চলেছে

✦ 4. মধ্যপ্রদেশে খুব শীঘ্রই 'মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা' লঞ্চ হতে চলেছে 

✦ 5. HDFC Life , YES ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করার জন্য পার্টনারশিপে যুক্ত হলো

✦ 6. অ্যাডভেঞ্চার ট্যুরিজম কে প্রোমোট করতে ITBP উত্তরাখণ্ড রাজ্যসরকারের সাথে চুক্তিবদ্ধ হলো
 
✦ 7. ভারতীয় নৌবাহিনী রয়াল অস্ট্রেলিয়ান নেভির সাথে প্যাসেজ অনুশীলন 'PASSEX' শুরু করল

✦ 8. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড: হর্ষবর্ধন 'আরোগ্য মন্থন' 2.0 এর সভাপতিত্ব করলেন

✦ 9. গ্রাহকদের অনেক বেশি সুরক্ষিত পদ্ধতিতে পেমেন্ট সিস্টেম ব্যবহারের জন্য VISA এর সাথে অনলাইন পেমেন্ট সংস্থা Google Pay চুক্তিবদ্ধ হলো

✦ 10. প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী Bah Ndaw কে Mali এর অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে












Thank You.

Post a Comment

0 Comments