Daily Current Affairs in Bengali (22/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য লঞ্চ করা ফাইবার স্কীমটির নাম কি ?
[A] Ghar Ghar Fibre
[B] Ghar Tak Fibre
[C] Ghar Fibre Ghar
[D] Fibre Ghar Tak
Ans : [B] Ghar Tak Fibre
⬕ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে রাজ্যের ঘরে ঘরে ফাইবার সার্ভিস পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্কিম লঞ্চ করলেন
⬕ মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনলজি এর অধীনে এই স্কিম লঞ্চ করা হল
বিহারের 45,945 টি গ্রাম কে সংযুক্ত করা হবে এই স্কীমে, গ্রামাঞ্চল গুলোর জন্যই মূলত এই স্কিম
⬕ বিহারের রাজধানী - পাটনা
⬕ মুখ্যমন্ত্রী - নীতিশ কুমার
⬕ রাজ্যপাল - ফাগু চৌহান
Q.2. পুরুষ বিভাগে নিম্নের কোন টেনিস তারকা 'ইতালিয়ান ওপেন 2020' জিতল ?
[A] দিয়েগো স্কারজম্যান
[B] রজার ফেডেরার
[C] রাফায়েল নাদাল
[D] নোভাক জোকোভিচ
Ans : [D] নোভাক জোকোভিচ
⬕ আর্জেন্টিনার Diego Schwartzman কে ফাইনালে হারিয়ে তিনি এই খেতাব জয় করলেন
⬕ মহিলা বিভাগে এই খেতাব জিতলেন Simona Halep ( Karolina Pliskova কে হারিয়ে )
⬕ পুরুষ যুগলে এই খেতাব জিতলেন Marcel Granollers এবং Horacio Zeballos
⬕ মহিলা যুগলে এই খেতাব জিতলেন Hseieh Su-Wei এবং Barbora Strycova
Q.3. নিম্নের কোন ব্যক্তিত্ব কে 'Ig Nobel Prize 2020' পুরস্কার দেওয়া হল ?
[A] ভ্লাদিমির পুতিন
[B] নরেন্দ্র মোদি
[C] ডোনাল্ড ট্রাম্প
[D] উপরের সবাই
Ans : [D] উপরের সবাই
⬕ মেডিকেল এডুকেশন এর উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে এই পুরস্কার দেওয়া হল
⬕ তার সাথে সাথে এই পুরস্কার পেলেন Jair Bolsonaro, Boris Johnson, Donald Trump, Recep Tayyip, Vladimir Putin প্রভৃতি
⬕ এর আগে প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী ভাজপাই এই পুরস্কার পেয়েছিলেন
⬕ এটি এক ধরনের ব্যাঙ্গাত্মক পুরস্কার, এছাড়া Ig Nobel Peace প্রাইজ দেওয়া হল যৌথভাবে ভারত এবং পাকিস্তান সরকার কে
Q.4. অক্সিজেন ছাড়া 10 বার মাউন্ট এভারেস্ট সফল ভাবে আরোহণ করে,গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা পর্বত আরোহী Ang Rita Sherpa সদ্য প্রয়াত হলেন , তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন ?
[A] ভুটান
[B] ভারত
[C] চীন
[D] নেপাল
Ans : [D] নেপাল
⬕ 1983 থেকে 1996 পর্যন্ত মোট 10 বার তিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন অক্সিজেন সিলিন্ডার ছাড়া, এর জন্য তাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেট দেওয়া হয়
⬕ তার আরোহণ দক্ষতার জন্য তাকে সবাই 'snow leopard' নামে ডাকত
⬕ নেপাল রাজধানী - কাঠমান্ডু
⬕ কারেন্সি - নেপালি রূপী
⬕ প্রধানমন্ত্রী - KP Sharma Oli
⬕ প্রেসিডেন্ট - Bidhya Devi Bhandari
Q.5. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Destination North East - 2020' উৎসবের উদ্বোধন করতে চলেছেন ?
[A] নরেন্দ্র মোদি
[B] নির্মলা সীতারামন
[C] অমিত শাহ
[D] জিতেন্দ্র সিং
Ans : [C] অমিত শাহ
⬕ 27 শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 'Destination North East - 2020' উৎসবের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
⬕ 4 দিন চলবে এই উৎসব, ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং লোগো এবং থিম গান লঞ্চ প্রকাশ করেছেন
⬕ নর্থ ইস্ট রিজিয়নের সংস্কৃতি,মানুষের জীবন জীবিকা, তাদের তৈরি পণ্য সব কিছু সারা দেশের মানুষের মধ্যে আদান প্রদান করানোর জন্য এই উৎসব, নর্থ ইস্ট রিজিয়নে পর্যটন শিল্প কেও এই উৎসব অনেকটাই গতি প্রদান করবে
Q.6. কত সালের Epidemic Disease Act এর সংশোধন করে পার্লামেন্টে সম্প্রতি Epidemic Diseases (Amendment) Bill পাশ হলো ?
[A] 1896
[B] 1897
[C] 1898
[D] 1900
Ans : [B] 1897
⬕ Epidemic Disease Act 1997 কে সংশোধন করে নতুন করে মহামারী বিল পাশ করা হলো
⬕ এই বিলে বলা হয়েছে - স্বাস্থ্য সেবার সাথে যারা যুক্ত ডাক্তার,নার্স,মেডিকেল স্টাফ তাদের সুরক্ষা অগ্রাধিকার পাবে,এছাড়া কেন্দ্র সরকার যথাযথ কড়া পদক্ষেপ নিতে পারে মহামারী রুখতে , স্বাস্থ্য পরিষেবায় যুক্ত করে
⬕ এপ্রিল মাসে এই বিল পেশ করা হয়েছিল,সেটারই সংশোধিত রূপ এটা
Q.7. নিম্মের কোন রাজ্য সরকার 'e - Peek Pahani' নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো ?
[A] মহারাষ্ট্র
[B] হরিয়ানা
[C] ওড়িশা
[D] উত্তরপ্রদেশ
Ans : [A] মহারাষ্ট্র
⬕ মহারাষ্ট্র সরকার রাজ্যের কৃষকদের সুবিধার্থে এই app লঞ্চ করলো
⬕ এই app কৃষকদের সঠিক দাম,প্রতিটা পণ্যের উপযুক্ত দাম সব কিছু নির্ধারিত করে দেবে
⬕ এই app এর সাহায্যে কৃষকরা তাদের ফসলের ফটো আপলোড করতে পারবে, সার্ভে করতেও সাহায্য করবে এই app
⬕ মহারাষ্ট্রের রাজধানী - মুম্বাই
⬕ মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
⬕ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি
Q.8. রোমিলা থাপার এর বই খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, যার নাম -
[A] Voices of Sand
[B] Voices of Desert
[C] Voices of Heart
[D] Voices of City
Ans : [B] Voices of Desert
⬕ রোমিলা থাপারের এই বইটি ঐতিহাসিক বিভিন্ন ঘটনার উপর এবং বর্তমানে দেশে চলা প্রতিবাদ নিয়ে লেখা
⬕ 19 শে অক্টোবর এই বইটি প্রকাশিত হবে
⬕ Penguin Random House India এবং Seagull Books যৌথ ভাবে এই বইটি পাবলিশ করবে
⬕ তার লেখা গুরুত্বপূর্ণ কিছু বই 'A Histpry of India : Volume 1', 'Interpreting Early India' ইত্যাদি
⬕ 2005 সালে তাকে পদ্ম ভূষণ দেওয়া হলেও তিনি তা প্রত্যাখান করেন
Q.9. ভারতের সাথে নিম্নের কোন দেশের সরাসরি কার্গো ফেরি পরিষেবা চালু হলো ?
[A] মায়ানমার
[B] মালদ্বীপ
[C] জাপান
[D] উত্তর কোরিয়া
Ans : [B] মালদ্বীপ
⬕ 200 TEU এবং 300 MT ক্ষমতাশালী এই কার্গো ফেরি তুতিকোরিন থেকে কোচি যাবে, সেখান থেকে মালদ্বীপের Kulhudhuffushi বন্দরে পৌঁছাবে
⬕ এই পরিষেবার দায়িত্বে আছে শিপিং করপোরেশন অফ ইন্ডিয়া
⬕ মালদ্বীপ রাজধানী - মালে
⬕ কারেন্সি - মালদ্বিপিয়ান রুফিয়া
Q.10. ইতিহাসে প্রথমবার নিম্নের কোন কোন মহিলা অফিসার কে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার স্ট্রিম এর অবজার্ভর পদে নিয়োগ করা হল ?
[A] Kumudini Tyagi
[B] Riti Singh
[C] Riti Sharma
[D] (A) & (B)
[E] (C) & (D)
Ans : [D] (A) & (B)
কুমুদিনী ত্যাগী এবং রীতি সিং এই প্রথম দুই মহিলা অফিসার যাদেরকে এই দায়িত্ব দেওয়া হল
ইতিহাসে প্রথমবার কোনো মহিলা কে Airborne Combatants এর সুযোগ দেওয়া হলো,যারা যুদ্ধজাহাজ কন্ট্রোল করবে
নৌবাহিনী প্রধান - অ্যাডমিরাল করমবীর সিং
NAVY ডেপুটি চিফ - M S Pawar
NAVY HQ - নতুন দিল্লী
Daily One-Liner Current Affairs
⬕ 1. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে 'Ghar Tak Fibre' নামক ফাইবার সার্ভিস লঞ্চ করলেন
⬕ 2. পুরুষ বিভাগে 'ইতালিয়ান ওপেন 2020' জিতলেন নোভাক জোকভিচ, মহিলা বিভাগে এই খেতাব জিতলেন সিমনা হ্যালেপ
⬕ 3. অটল বিহারী ভাজপাইয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'Ig Nobel Prize 2020' পুরস্কার দেওয়া হল
⬕ 4. অক্সিজেন ছাড়া 10 বার মাউন্ট এভারেস্ট সফল ভাবে আরোহণ করে,গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা নেপালি পর্বত আরোহী Ang Rita Sherpa সদ্য প্রয়াত হলেন
⬕ 5. স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ 27 শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 'Destination North East - 2020' উৎসবের উদ্বোধন করতে চলেছেন
⬕ 6. Epidemic Disease Act- 1897 এর সংশোধন করে পার্লামেন্টে সম্প্রতি Epidemic Diseases (Amendment) Bill 2020 পাশ হলো
⬕ 7. মহারাষ্ট্র রাজ্য সরকার কৃষক সুবিধার্থে 'e - Peek Pahani' নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো
⬕ 8. আগামী 19 শে অক্টোবর ইতিহাসবিদ রোমিলা থাপারের 'Voices of Desert' বইটি প্রকাশিত হতে চলেছে
⬕ 9. ভারতের সাথে মালদ্বীপের সরাসরি কার্গো ফেরি পরিষেবা চালু হলো, এই পরিষেবার দায়িত্বে আছে শিপিং করপোরেশন অফ ইন্ডিয়া
⬕ 10. ইতিহাসে প্রথমবার মহিলা অফিসার কুমুদিনী ত্যাগী এবং রীতি সিং কে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার স্ট্রিম এর অবজার্ভর পদে নিয়োগ করা হল
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box