Daily Current Affairs in Bengali (31/08/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (31/08/2020) for WBCS/PSC/Rail/SSC





Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                  তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇

======================================


1.প্রশ্ন : FIDE অনলাইন দাবা অলিম্পিয়াড জিতলো কোন দেশ ?

[A] ভারত
[B] রাশিয়া
[C] পাকিস্তান
[D] (A) এবং (B) উভয়




-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : গুজরাট রাজ্য সরকার সুমুদ্র প্লেন ( Seaplane) সার্ভিস কবে থেকে শুরু করতে চলেছে ?

[A] 31 অক্টোবর, 2020
[B] 25 অক্টোবর, 2020
[C] 27 অক্টোবর, 2020
[D] 5 সেপ্টেম্বর, 2020



-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পাই এজেন্ট হিসেবে কাজ করার জন্য প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা কে 'Memorial Blue Plaque' সম্মানে সম্মানিত করা হলো ?

[A] নূর মহম্মদ খান
[B] নূর খান
[C] নূর ইনায়ত খান
[D] নূর মহীন



-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : Picodi.com এর সদ্য প্রকাশিত 'Average Monthly Wage' তালিকায় ভারতের স্থান কত ?

[A] 70 তম
[B] 71 তম
[C] 74 তম
[D] 72 তম



-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : লেবাননের প্রধানমন্ত্রী পদে নিম্নের কে নিযুক্ত হতে চলেছেন ?

[A] Mustapha Adil
[B] Mustapha Mohamad
[C] Mustapha Adib
[D] Hassan Diab



-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে 'সেবা সপ্তাহ' কবে থেকে শুরু হচ্ছে ?

[A] 14 - 20 সেপ্টেম্বর
[B] 20 - 26 সেপ্টেম্বর
[C] 15 - 21 সেপ্টেম্বর
[D] 8 - 14 সেপ্টেম্বর



-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : টাইটেল স্পনসর Dream11 এর পর IPL এর অফিসিয়াল পার্টনার কোন সংস্থা হতে চলেছে ?

[A] Unacademy
[B] Dream11
[C] Patanjali
[D] Reliance



-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : লোক সভা সেক্রেটারি পদে নিম্নের কাকে নিযুক্ত করা হলো ?

[A] উৎপল গুপ্তা
[B] উৎপল শর্মা
[C] উৎপল কুমার সিং
[D] উৎপল লোহিয়া



----------------------------------------------------------------------
9.প্রশ্ন : নিম্নের কে বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স জিতলেন ?

[A] Valtteri Bottas
[B] Lewis Hamilton
[C] Maxverstappan
[D] D Ricciardo



---------------------------------------------------------------------
10.প্রশ্ন : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয় সদ্য প্রয়াত হলেন,তিনি ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন ?

[A] 12 তম
[B] 14 তম
[C] 11 তম
[D] 13 তম



--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

🛐   30 শে আগস্ট, 2020

Post a Comment

0 Comments