Daily Current Affairs in Bengali (09/08/2020) for WBCS/PSC/Rail/SSC
Q.1. শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন ?
[a] মাহিন্দা রাজাপাকসা
[b] মাহিন্দা বার্মা
[c] শনরিডা রাজাপাকসা
[d] অমরেন্দ্র বার্মা
Q.2. আত্মনির্ভর ভারত গড়ে তুলতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক কত গুলি পণ্য কে নিষিদ্ধ করলো ?
[a] 126 টি
[b] 105 টি
[c] 120 টি
[d] 101 টি
Q.3. 'Bloomberg Index' অনুযায়ী কোন ভারতীয় বিশ্বের ধনীদের তালিকায় ৪ নম্বরে উঠে এলো ?
[a] রতন টাটা
[b] মুকেশ আম্বানি
[c] ধীরুভাই আম্বানি
[d] লক্ষী মিততল
Q.4. সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ( CRPF) এ দ্বিতীয় ইন্সপেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো ?
[a] এ ভি গুপ্তা
[b] পি এস রানিপসে
[c] সোনাল ভি মিশ্র
[d] সি ভি মিশ্র
Q.5. কোন রাজ্য সরকার অত্যন্ত পিছিয়ে পরা সম্প্রদায়ের জন্য স্টেট জুডিশিয়াল সার্ভিসে ৫% আসন সংরক্ষণে অনুমতি দিল ?
[a] ছত্তিশগড়
[b] বিহার
[c] উত্তরপ্রদেশ
[d] রাজস্থান
Q.6. 'World Tribal Day' কবে পালন করা হয় ?
[a] 9 আগস্ট
[b] 10 আগস্ট
[c] 8 আগস্ট
[d] 7 আগস্ট
Q.7. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাজ ঘাটে নিম্নের কোনটি উদ্বোধন করলেন ?
[a] কেন্দ্রীয় স্বচ্ছতা কেন্দ্র
[b] ভারত স্বচ্ছতা কেন্দ্র
[c] রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র
[d] দিল্লী স্বচ্ছতা কেন্দ্র
Q.8. প্রেম ভাটিয়া আওয়ার্ড 2020 কে পেলেন ?
[a] মিরাজ শোন
[b] জয়দীপ সাহানি
[c] দীপঙ্কর ঘোষ
[d] লিনা রায়
Q.9. CISCE এবং CBSE স্কুলের শারীরিক শিক্ষা টিচারদের জন্য অনলাইন প্রোগ্রাম কে আয়োজন করতে চলেছে ?
[a] হেলথ মিনিস্ট্রি
[b] এনসিইআরটি
[c] এডুকেশন মিনিস্ট্রি
[d] স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া
Q.10. JCB ইন্ডিয়ার ডেপুটি CEO এবং MD পদে কাকে নিযুক্ত করা হলো ?
[a] দীপক শেট্টি
[b] সুবীর কুমার চৌধুরী
[c] দীপক শর্মা
[d] নিলেশ শেট্টি
এই লিঙ্কে ক্লিক করে উত্তর দেখে নাও
Follow us for Daily update.

0 Comments
Please do not share any spam link in the comment box