Daily Current Affairs in Bengali (08/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (08/08/2020) for WBCS/PSC/Rail/SSC






Q.1. PNB হাউসিং ফাইন্যান্সের নতুন MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন ?

[a] নিরাজ ভ্যাস
[b] হরিপদ চৌরাশিয়া
[c] হরদয়াল প্রসাদ
[d] হরদয়াল শর্মা



Q.2. 'ইলেকট্রিক ভেহিকেল পলিসি' কোন রাজ্য সরকার চালু করলো ?

[a] উত্তরপ্রদেশ
[b] উত্তরাখন্ড
[c] মহারাষ্ট্র
[d] দিল্লি



Q.3. রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া মিলিটারি অনুশীলন 'Russian Kavkaz 2020' তে ভারত সমেত কমপক্ষে কত গুলো দেশ অংশগ্রহণ করতে চলেছে ?

[a] 18 টি
[b] 15 টি
[c] 16 টি
[d] 14 টি



Q.4. আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2021 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে ?

[a] অস্ট্রেলিয়া
[b] ভারত
[c] ইংল্যান্ড
[d] বাংলাদেশ



Q.5. সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) নতুন ইন্সপেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো ?

[a] B T Dutta
[b] C R Chandbarday
[c] P S Ranipse
[d] Vim Sampad



Q.6. সদ্য প্রকাশিত বই 'অ্যামেজিং অযোধ্যা' বইটি কে লিখেছেন ?

[a] লিনা গুপ্তা
[b] নীনা রায়
[c] অরুদ্ধতি রায়
[d] মেঘনা রায়


Q.7. নিম্নের কোন এয়ারপোর্ট বাইরের দেশ থেকে আসা যাত্রীদের জন্য 'এয়ার সুবিধা পোর্টরাল' লঞ্চ করলো ?

[a] চেন্নাই এয়ারপোর্ট
[b] মুম্বাই এয়ারপোর্ট
[c] কলকাতা এয়ারপোর্ট
[d] দিল্লি এয়ারপোর্ট



Q.8. ভারতীয় ক্রিকেট বোর্ড নিম্নের কোন কোম্পানির সাথে নিজেদের স্পনসরশিপ বাতিল করলো ?

[a] Oppo
[b] Realme
[c] Vivo
[d] BYju



Q.9. উত্তরপ্রদেশের 'ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট' স্কিমের সাথে নিম্নের কোন সংস্থা চুক্তিবদ্ধ হলো ?

[a] ফ্লিপকার্ট
[b] আমাজন
[c] স্নাপডিল
[d] পেটিএম



Q.10. নিম্নের কোন দেশ শহীদ ভারতীয় সেনাদের জন্য মেমোরিয়াল নির্মাণ করতে চলেছে ?

[a] ভুটান
[b] শ্রীলঙ্কা
[c] বাংলাদেশ
[d] মায়ানমার

       এই লিঙ্কে ক্লিক করে উত্তর দেখে নাও



ফ্রি pdf এবং স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇👇
https://t.me/JobGuideForYou

Post a Comment

0 Comments