Daily Current Affairs in Bengali (27/08/2020) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (27/08/2020) for WBCS/PSC/Rail/SSC






Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                  তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇
-----------------------------------------------------------------------




1.প্রশ্ন : বিশ্ব জল সপ্তাহ কবে পালন করা হয় ?

[A] 24 - 28 আগস্ট
[B] 25 - 29 আগস্ট
[C] 23 - 27 আগস্ট
[D] 27 - 31 আগস্ট


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : SBI মিউচুয়াল ফান্ডের MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন ?

[A] Vinay Gupta
[B] Vinay Sengupta
[C] Vinay Tyagi
[D] Vinay Tonse

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : নিম্নের কোন ব্যাংক ভারতীয় যুবক-যুবতীদের জন্য 'Liberty Savings Account' চালু করলো ?

[A] ICICI ব্যাংক
[B] Axis ব্যাংক
[C] Yes ব্যাংক
[D] HDFC

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : ডিজিট্যাল এডুকেশন কে এগিয়ে নিয়ে যেতে সুইডিশ টেলিকম Ericsson 35 টি দেশের স্কুলে স্কুলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে নিম্নের কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো ?

[A] WHO
[B] UNICEF
[C] UNDP
[D] ADB

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : নিম্নের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জাপানের সাথে ভার্চুয়ালি ইন্দো-জাপান বিজনেস ফোরাম সম্পন্ন করলো ?

[A] কেরালা
[B] অন্ধ্রপ্রদেশ
[C] কর্ণাটক
[D] তামিলনাড়ু

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ঠিকাদার,পরামর্শদাতা এবং ছাড়কারীদের পারফরম্যান্স রেটিং এর জন্য কোন সিস্টেম তৈরি করলো ?

[A] Vendor Examination System
[B] Vendor Performance Evaluation
[C] Vendor Performance System
[D] Vendor System

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন ভারতীয় টেনিস টেবিল খেলোয়াড় অবসর গ্রহণ করলেন ?

[A] পৌলমী সাহা
[B] পৌলমী ঘোষ
[C] পৌলমী সিনহা
[D] পৌলমী ঘটক

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : নিম্নের কোন রাজ্যের বিশ্ববিদ্যালয় Veer Surendra Sai University of Technology (VSSUT) ISRO এর সাথে চুক্তিবদ্ধ হয়ে ভারতে প্রথম স্পেস ইনোভেশন সেন্টার গড়ে তুলতে চলেছে ?

[A] বিহার
[B] ঝাড়খন্ড
[C] ওড়িশা
[D] ছত্তিশগড়

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : HDFC ব্যাংক ডিজিটাল গ্রাহকদের সুবিধা বাড়ানোর জন্য নিম্নের কার সাথে পার্টনার হতে চলেছে ?

[A] পেটিএম
[B] আমাজান
[C] ফ্লিপকার্ট
[D] অ্যাডোব

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী BRICS ইন্ডাস্ট্রি মিনিস্টার্স সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন ?

[A] নিতিন গাদকারী
[B] ধর্মেন্দ্র প্রধান
[C] নির্মলা সীতারামন
[D] সোম প্রকাশ


--------------------------------------------------------------------



আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

⭕  26th আগস্ট, 2020

Post a Comment

0 Comments