Daily Current Affairs in Bengali (02/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (02/08/2020) for WBCS/PSC/Rail/SSC




Q.1. কোন রাজ্য সরকারের বন দপ্তরের দ্বারা পরিচালিত বৃক্ষ রোপন অভিযান গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করলো ?

[a] মধ্যপ্রদেশ
[b] অন্ধ্রপ্রদেশ
[c] উত্তরপ্রদেশ
[d] রাজস্থান

Q.2. টেক মেজর কোম্পানি HP কাকে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো ?

[a] Rajib Sinha
[b] Ketan Sharma
[c] Vinay Chauhan
[d] Ketan Patel

Q.3. 'কোনা কোনা উমিদ' অভিযান কোন ব্যাঙ্ক শুরু করলো ?

[a] পেটিএম পেমেন্ট ব্যাংক
[b] কোটাক মাহিন্দ্রা ব্যাংক
[c] এয়ারটেল পেমেন্ট ব্যাংক
[d] রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

Q.4. নীতি আয়োগের সদ্য প্রকাশিত 'Aspirational Districts' তালিকায় কোন জেলা প্রথম স্থান অধিকার করলো ?

[a] বিজাপুর
[b] বাহরাইচ
[c] রি-ভই
[d] নাবাদা

Q.5. কোন দেশ সদ্য আন্ডারগ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করলো ?

[a] ইরাক
[b] ওমান
[c] ইরান
[d] কিজিগিস্তান

Q.6. কোন দেশের রাসায়নিক উৎপাদককারী সংস্থা বিশ্বের প্রথম পুনরায়ব্যবহার যোগ্য শক্তিতে তৈরি বৃহত্তম প্লান্ট হতে চলেছে ?

[a] স্পেন
[b] রাশিয়া
[c] ইতালি
[d] অস্ট্রিয়া

Q.7. গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি ভারতের কোন প্রাক্তন রিজার্ভ ব্যাংক গভর্নর কে অ্যাডিশনাল ডিরেক্টর পদে নিযুক্ত করলো ?

[a] ভেনুগোপাল রেড্ডি
[b] ডি সুব্বারাও
[c] রঘুরাম রাজন
[d] উরজিত প্যাটেল

Q.8. জম্মু কাশ্মীরে অবস্থিত চেনাব নদীর উপর গড়ে ওঠা পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ যা রেল পথে কাশ্মীর উপত্যকার সাথে দেশের বাকি অংশ কে যুক্ত করতে চলেছে কোন সালের মধ্যে ?

[a] 2022
[b] 2023
[c] 2020
[d] 2021

Q.9. Apple বর্তমানে সবথেকে মূল্যবান কোম্পানি,কাকে সরিয়ে প্রথম স্থানে উঠে এলো Apple ?

[a] আমাজন
[b] ফ্লিপকার্ট
[c] রিলায়েন্স
[d] সৌদি অয়েল ফার্ম

Q.10. ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স - 2020 কে জিতলো ?

[a] Lewis Hamilton
[b] Max Verstappen
[c] Charles Leclerc
[d] Valtteri Bottas








Follow us for Daily Current Affairs

Post a Comment

0 Comments