Daily Current Affairs in Bengali (17/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (17/08/2020) for WBCS/PSC/Rail/SSC




Q.1. GoAir এর CEO পদে কে নিযুক্ত হলেন ?

[a] কৌশিক খোনা
[b] কৌশিক সিনহা
[c] রাধেশ্যাম গুপ্তা
[d] ভিনয় দুবে


Q.2. ফর্মূলা ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2020 কে জিতলেন ?

[a] লিউস হ্যামিল্টন
[b] মার্ক্স ভার্সটাপ্পন
[c] ভ্যালটেরি বোলটাস
[d] লুইস ম্যাক্স


Q.3. ডিজিটাল ব্যাংকিং কে প্রোমোট করার জন্য 'Digital Apnayen' কোন ব্যাংক লঞ্চ করলো ?

[a] RBI
[b] ICICI
[c] SBI
[d] PNB


Q.4. 'One Sun, One World, One Grid' (OSOWOG) প্লান নিম্নের কোন মন্ত্রী ঘোষণা করলেন ?

[a] অমিত শাহ
[b] নরেন্দ্র মোদী
[c] নির্মলা সীতারামন
[d] ধর্মেন্দ্র প্রধান


Q.5. BRICS অ্যান্টি ড্রাগ ওয়ার্কিং গ্রুপ এর চতুর্থ মিটিংয়ে সভাপতিত্ব করলো কোন দেশ ?

[a] দক্ষিণ আফ্রিকা
[b] ব্রাজিল
[c] রাশিয়া
[d] ইন্ডিয়া


Q.6. কেন্দ্রীয় ই-কমার্স প্লাটফর্ম 'YellowChain' লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

[a] মেঘালয়
[b] নাগাল্যান্ড
[c] অরুণাচল প্রদেশ
[d] সিকিম


Q.7. মিনিস্ট্রি অফ AYUSH এর সদ্য লঞ্চ করা ক্যাম্পেইন এর নাম কি ?

[a] Ayush for Immunity
[b] Ayush Immunity
[c] Ayush Health
[d] Ayush Health Immunity



Q.8. স্তম্ভের উপর তৈরি পৃথিবীর উচ্চতম ব্রিজ ভারতীয় রেলওয়ে কোন রাজ্যে তৈরি করবে বলে ঠিক করলো ?

[a] উত্তরাখন্ড
[b] মেঘালয়
[c] আসাম
[d] মনিপুর



Q.9. নিম্নের কোন রাজ্য সরকার 'Padhai Tuhar Para' স্কিম লঞ্চ করলো ?

[a] বিহার
[b] ওড়িশা
[c] ছত্তিশগড়
[d] উত্তরপ্রদেশ


Q.10. অর্জুন পুরস্কার প্রাপ্ত, উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী, ভারতের কোন প্রাক্তন ক্রিকেটার সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ?

[a] বিনোদ কাম্বলি
[b] চেতন শর্মা
[c] চেতন চৌহান
[d] সুনীল গাভাস্কার




            এই লিঙ্কে ক্লিক করে উত্তর দেখে নাও



Follow us for Daily Updates.

Post a Comment

0 Comments