Daily Current Affairs in Bengali (16/08/2020) for WBCS/PSC/Rail/SSC



Daily Current Affairs in Bengali (16/08/2020) for WBCS/PSC/Rail/SSC




Q.1. কোন বছরের মধ্যে ভারতে সড়ক দুর্ঘটনার সংখ্যা শূন্যতে আনার পরিকল্পনা  করা হচ্ছে ?

[a] 2025
[b] 2030
[c] 2021
[d] 2022


Q.2. নিম্নের কাকে গ্রামোদয়া বন্ধু মিত্র পুরস্কারে সম্মানিত করা হলো ?

[a] Sivakumar Surampudi
[b] Shank Surampudi
[c] Shiva Singh
[d] Rajib Sinha


Q.3. 'Corona Kavithakal' বইটি নিম্নের কোন মুখ্যমন্ত্রী প্রকাশিত করলেন ?

[a] জোরামথুঙ্গা
[b] উদ্ধব ঠাকরে
[c] কেজরিবাল
[d] নভিন পট্টনায়েক


Q.4. eBikeGo এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন নিম্নের কোন প্রাক্তন ক্রিকেটার ?

[a] যুবরাজ সিং
[b] মাহেন্দ্র সিং ধোনি
[c] হরভজন সিং
[d] বীরেন্দ্র সহবাগ


Q.5. WHO এবং UNICEF এর যৌথ মনিটরিং প্রোগ্রামের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী পুরো বিশ্বের কত শতাংশ স্কুলে সামান্য হাতধোয়ার মত ব্যবস্থাও নেই ?

[a] 40%
[b] 45%
[c] 43%
[d] 31%


Q.6. 'Nasha Mukt Bharat' অভিযান নিম্নের কোন রাজ্যে শুরু হয়েছে ?

[a] জম্মু কাশ্মীর
[b] বিহার
[c] ওড়িশা
[d] উত্তরপ্রদেশ


Q.7. দি এনার্জি এন্ড রিসোর্স ইনস্টিটিউট (TERI) কোথায় বন্যা এবং অতিভারি বৃষ্টিপাতের জন্য ওয়ার্নিং সিস্টেম লঞ্চ করলো ?

[a] কলকাতা
[b] কানপুর
[c] মুম্বাই
[d] গুয়াহাটি


Q.8. ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন প্রাক্তন ডেপুটি গভর্নর কে Indiabulls Housing এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো ?

[a] S S Mundra
[b] Urjit Patel
[c] Raghuram Rajan
[d] D. Subbarao


Q.9. কোন রাজ্য সরকার 4 টে মেগা ড্রিংকিং ওয়াটার প্রজেক্ট অনুমতি দিল ?

[a] বিহার
[b] উত্তরাখন্ড
[c] ঝাড়খন্ড
[d] ওড়িশা


Q.10. নিম্নের কোন দেশ পরিবেশগত ইমারজেন্সি ঘোষণা করলো ?
[a] Jamaica
[b] Barbados
[c] Mauritius
[d] Maldives






Follow us Daily Updates

Post a Comment

0 Comments