Daily Current Affairs in Bengali (15/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (15/08/2020) for WBCS/PSC/Rail/SSC





Q.1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য লঞ্চ করা প্রজেক্টটির নাম কি ?

[a] প্রজেক্ট লায়ন
[b] প্রজেক্ট ডলফিন
[c] প্রজেক্ট এলিফ্যান্ট
[d] (a) & (b) উভয়



Q.2. ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি কোন পোর্টরাল লঞ্চ করেছে ?

[a] সৃজন পোর্টরাল
[b] সৃষ্টি পোর্টরাল
[c] আত্মনির্ভর পোর্টরাল
[d] আত্মনির্ভর ভারত পোর্টরাল



Q.3. রাস্ট্রপতি রাম নাথ কোভিন্দ কতজন কে  সাহসিকতার পুরস্কার (Gallantry Award) দিলেন ?

[a]  80
[b] 65
[c] 84
[d] 89



Q.4. ভারতের 74 তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিম্নের কোন মিশন লঞ্চ করলেন ?

[a] ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন
[b] মিশন হেলথ ইন্ডিয়া
[c] আত্মনির্ভর মিশন
[d] মিশন ইন্ডিয়া হেলথ




Q.5. স্পেস কোঅপারেশনের ব্যাপারে ভারত কার সাথে চুক্তিবদ্ধ হলো ?

[a] ওমান
[b] জাপান
[c] ইতালি
[d] নাইজেরিয়া



Q.6. কোন রাজ্য AMRUT ( Atal Mission for Rejuvenation and Urban Transformation) প্রয়োগে প্রথম স্থান অধিকার করলো ?

[a] বিহার
[b] ঝাড়খন্ড
[c] উত্তরাখন্ড
[d] ওড়িশা



Q.7. ভারতীয় সশস্ত্র বাহিনীদের জন্য 'Shaurya KGC Card' লঞ্চ করলো কোন ব্যাঙ্ক ?

[a] HDFC 
[b] SBI
[c] UBI
[d] Axis



Q.8. 'স্মার্ট কানেক্ট স্কিম' লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

[a] পাঞ্জাব
[b] উত্তরাখন্ড
[c] কেরালা
[d] হিমাচলপ্রদেশ



Q.9. নিম্নের কোন ভারতীয় ক্রিকেট তারকা,ভারতের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ?  

[a] মাহেন্দ্র সিং ধোনি
[b] বিরাট কোহলি
[c] রোহিত শর্মা
[d] মহম্মদ সামি



Q.10. দেশে বন্যার পূর্বাভাস কে আরো উন্নত করতে সেন্ট্রাল ওয়াটার কমিশনের সাথে নিম্নের কোন সংস্থা সহযোগিতা করবে ?

[a] ফেসবুক
[b] গুগল
[c] আমাজন
[d] ইনস্টাগ্রাম


       এই লিঙ্কে ক্লিক করে উত্তর দেখে নাও

Post a Comment

0 Comments