Daily Current Affairs in Bengali (14/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (14/08/2020) for WBCS/PSC/Rail/SSC





Q.1. প্রাইস মনিটরিং এবং রিসোর্স ইউনিট কোন রাজ্যে তৈরি হতে চলেছে ?

[a] কর্ণাটক
[b] তামিলনাড়ু
[c] কেরালা
[d] তেলেঙ্গানা


Q.2. নিম্নের কোন দেশ 'Arrow - 2' নামে ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টার সফল ভাবে পরীক্ষণ করলো ?

[a] ইরাক
[b] ইরান
[c] তাজিকিস্তান
[d] ইজরায়েল


Q.3. সম্প্রতি কাকে ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশন পদে নিযুক্ত করা হলো ?

[a] দীনেশ রাঠোর
[b] সুখবির সিং
[c] দীনেশ কুমার ত্রিপাঠি
[d] মহাবলেশ ত্রিপাঠি


Q.4. 'Fit India Freedom Run' নিম্নের কোন মন্ত্রক আয়োজন করবে ?

[a] জল শক্তি মিনিস্ট্রি
[b] মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স
[c] ডিফেন্স মিনিস্ট্রি
[d] মিনিস্ট্রি অফ ইয়ুথ আফফায়ার্স এন্ড স্পোর্টস


Q.5. 'Naval Innovation and Indigenisation Organisation' নিম্নের কোন মন্ত্রী লঞ্চ করলেন ?

[a] ধর্মেন্দ্র প্রধান
[b] রাজনাথ সিং
[c] অমিত শাহ
[d] নির্মলা সীতারামন


Q.6. ইন্ডিয়ান কোস্ট গার্ডের নিম্নের কোন ভ্যাসেলটি লঞ্চ করা হয়েছে ?

[a] Sarthak
[b] Samarthya
[c] Sankalp
[d] Sangskar


Q.7. মালদ্বীপে একটি বড় প্রজেক্ট তৈরি করতে ভারত সরকার কত টাকা সাহায্য করবে ?

[a] $ 500 মিলিয়ন
[b] $ 400 মিলিয়ন
[c] $ 300 মিলিয়ন
[d] $ 200 মিলিয়ন


Q.8. ইন্ডিয়ান এচিভার্স ফোরাম ইন্ডিয়ার মতে 'CEO of the Year - 2020' কে হলেন ?

[a] যীশু শর্মা
[b] গগন শর্মা
[c] গগন আরোরা
[d] তিমির আরোরা


Q.9. নিম্নের কোন রাজ্য দেশের প্রথম ইলেকট্রিক ভেহিকেল পার্ক লঞ্চ করতে চলেছে ?

[a] কেরালা
[b] কর্ণাটক
[c] অন্ধ্রপ্রদেশ
[d] তামিলনাড়ু


Q.10. দীর্ঘ বছরের শত্রুতা ভুলে নিম্নের কোন দেশের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো ?

[a] UAE & ইজরায়েল
[b] ইরান & ইজরায়েল
[c] ইরাক & আফগানিস্তান
[d] ইরাক & ইরান


          Click Here For The Answer Key




Follow us for Daily Updates.

Post a Comment

0 Comments