Daily Current Affairs in Bengali (13/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (13/08/2020) for WBCS/PSC/Rail/SSC




Q.1. ফোর্বস ম্যাগাজিনের সদ্য প্রকাশিত লিস্ট অনুযায়ী সর্বোচ্চ উপায়কারী অভিনেতাদের মধ্যে প্রথমস্থানে কে রয়েছেন ?

[a] ডোয়েন জনসন
[b] ভিন ডিজেল
[c] রায়ান রেনল্ডস
[d] অক্ষয় কুমার



Q.2. 'India@75 Summit - Mission 2022' শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব কে করলেন ?

[a] নির্মলা সীতারামন
[b] অমিত শাহ
[c] ধর্মেন্দ্র প্রধান
[d] নীতিন গাদকারী



Q.3. Indian Council for Research on International Economic Relations (ICRIER) এর বর্তমান চেয়ারম্যান কে হলেন ?

[a] প্রমোদ ভাসিন
[b] প্রমোদ মিশ্র
[c] দিকবিজয় সিং
[d] বিজয় রাওয়াত



Q.4. নিম্নের কোন মন্ত্রী 'স্বচ্ছ ভারত মিশন একাডেমি' লঞ্চ করলেন ?

[a] নভীন পট্টনায়ক
[b] নরেন্দ্র মোদি
[c] গজেন্দ্র সিং শেখাওয়াত
[d] অমিত শাহ


Q.5. নিম্নের কোন রাজ্য 'অরুনদয়' স্কিম চালু করতে চলেছে ?

[a] বিহার
[b] পশ্চিমবঙ্গ
[c] আসাম
[d] ঝাড়খন্ড


Q.6. নিম্নের কোন রাজ্য 'YSR Cheyutha স্কিম' লঞ্চ করলো ?

[a] গুজরাট
[b] অন্ধ্রপ্রদেশ
[c] মধ্যপ্রদেশ
[d] কর্ণাটক


Q.7. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারী নতুন একটি মাইক্রোওয়েভ ডিভাইস লঞ্চ করলেন,তার নাম কি ?

[a] Amulya
[b] Asuddho
[c] Atulya
[d] MicroD


Q.8. 'কর্ম সাথী প্রকল্প' লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

[a] বিহার
[b] ওড়িশা
[c] ঝাড়খন্ড
[d] পশ্চিমবঙ্গ



Q.9. ট্রাইবাল আফফাইরস মিনিস্ট্রি 'উপজাতি স্বাধীনতা সংগ্রামী'-দের জন্য কয়টি মিউজিয়াম নির্মাণ করতে চলেছে ?

[a] 8 টি
[b] 7 টি
[c] 9 টি
[d] 10 টি


Q.10. 'বিশ্ব অঙ্গদান দিবস ( World Organ Donation ) কবে পালন করা হয় ?

[a] 13 ই আগস্ট
[b] 12 ই আগস্ট
[c] 11 ই আগস্ট
[d] 10 ই আগস্ট



           এই লিঙ্কে click করে উত্তর দেখে নাও





Follow us for Daily Updates.

Post a Comment

0 Comments