Bengali Gk Guide || বাংলা জিকে গাইড || Part - 02

 Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 02




☛ 1) শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?

Ans : ঝিলাম নদীর তীরে

☛ 2) 'দি স্পিড পোস্ট' কার লেখা ?

Ans : শোভা দে

☛ 3) ডায়োডে কটি তড়িৎদ্বার থাকে ?

Ans : 2 টি

☛ 4) সর্বপ্রথম তাপীয় আয়ন ভালভের আবিষ্কার করেন কে ?

Ans : স্যার জন ফ্লেমিং

☛ 5) 'A Passage to England' কার লেখা ?

Ans : এন সি চৌধুরী

☛ 6) 'বিশ্ব পর্যটন দিবস' কবে পালন করা হয় ?

Ans : ২৭ শে সেপ্টেম্বর

☛ 7) ওয়াট ঘন্টা দিয়ে আমরা কি পরিমাপ করি ?

Ans :  তড়িৎ শক্তি

☛ 8) ফিউজ তার কি দিয়ে তৈরি ?

Ans : টিন ও সীসা

☛ 9) কোনো ক্ষণস্থায়ী শব্দ শোনার পর শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কত সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় ?

Ans : 1/10 সেকেন্ড

☛ 10) লোক সভার বর্তমান স্পিকার কে ?

Ans : ওম বিড়লা






আরো পড়ুন :

➡️ Bengali GK Guide Part - 01




Post a Comment

0 Comments