Mock Test- 6 || রেলের গ্রুপ D এবং ফুড SI পরীক্ষার জন্য ||



Mock Test- 6 আগামী ফুড সাব - ইন্সপেক্টর এবং রেলের পরীক্ষার জন্য ,সবাই অংশগ্রহণ করুন



Hello Friends সবাইকে জব গাইড সাইটে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন হয়তো এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে থাকি।জব গাইড আপনাদের পাশে সবসময় আছে।


 সামনেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা এর সাথে চলছে রেলের গ্রূপ ডি পরীক্ষাও। তাই সেসব মাথায় রেখেই আজকে এক মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই এটাতে অংশ গ্রহণ করুন।



 Mock Test এর কিছু তথ্য :

 প্রশ্ন - ১০ টি সময় - ৫ মিনিট
প্রতিটি প্রশ্নের মান - ২ নম্বর
পূর্নমান - ২০

 কেন Mock Test দেবে ?

 ● কারন তোমরা জানোই হয়তো এখন লড়াই টা খুব কঠিন,তাই অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবং নিজের প্রস্তুতি কত টা তা যাচাই করতে Mock Test খুবই উপযোগী। Mock Test সাহায্য করে বাড়িতে বসেই পরীক্ষার পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার জন্য।
বি:দ্র: সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে Grade Me করলেই নিজের নিজের স্কোর দেখতে পাবে। একদম নীচে সঠিক উত্তর গুলো দেওয়া থাকবে। Mock Test টির শেষে মিলিয়ে নিও এবং Comment করে জানিও কত স্কোর এলো।








Mock Test - 6



  1. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয় ?

  2. 1952
    1953
    1954
    1955

  3. গুগলের বর্তমান CEO কে ?

  4. সুন্দর পিচাই
    ল্যারি পেজ
    টিম আর্মস্ট্রং
    রাম শ্রীরাম

  5. ফুল যদি পাপড়ির সাথে সম্পর্ক যুক্ত হয় তবে বই এর সাথে কার সম্পর্ক ?

  6. পৃষ্ঠা
    লেখক
    পাঠাগার
    তথ্য

  7. ভারতের উচ্চতম বিমান বন্দরের নাম কি ?

  8. জলি গ্রান্ট এয়ারপোর্ট
    নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট
    কুশর বাকুলা রিমপোচে এয়ারপোর্ট ,লাদাখ
    কোনটিই নয়

  9. শক্তির SI একক কি ?

  10. জুল
    কেজি
    মিটার
    কেলভিন

  11. অক্সিজেনের অনুপস্থিতিতে কাঠ উত্তপ্ত করলে কোন জ্বালানি তৈরী হয় ?

  12. বায়োডিজেল
    ইথানল
    মিথেন
    চারকোল

  13. জন্ডিস রোগ মানুষের প্রথম কোথায় আক্রমন করে ?

  14. মাথায়
    লিভারে
    হৃতপিন্ডে
    চোখে

  15. ভারত : নয়া দিল্লি :: পাকিস্তান : ?

  16. রাওয়ালপিন্ডি
    পেশোয়ার
    লাহোর
    ইসলামাবাদ

  17. জামা মসজিদ : দিল্লি :: রেড স্কোয়ার : ?

  18. হায়দ্রাবাদ
    মস্কো
    নিউইয়ার্ক
    লাহোর

  19. কার্ডিওলোজি : হৃদযন্ত্র :: জুলজি : ?

  20. পতঙ্গ
    জীবজন্তু
    উদ্ভিদ
    জীবানু












Post a Comment

0 Comments