Mock Test- 5 || রেলের গ্রুপ D এবং ফুড SI পরীক্ষার জন্য ||

Mock Test- 5 আগামী ফুড সাব - ইন্সপেক্টর এবং রেলের পরীক্ষার জন্য ,সবাই অংশগ্রহণ করুন



Hello Friends সবাইকে জব গাইড সাইটে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন হয়তো এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে থাকি।জব গাইড আপনাদের পাশে সবসময় আছে।


 সামনেই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা এর সাথে চলছে রেলের গ্রূপ ডি পরীক্ষাও। তাই সেসব মাথায় রেখেই আজকে এক মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই এটাতে অংশ গ্রহণ করুন।



 Mock Test এর কিছু তথ্য :

 প্রশ্ন - ১০ টি সময় - ৫ মিনিট
প্রতিটি প্রশ্নের মান - ২ নম্বর
পূর্নমান - ২০

 কেন Mock Test দেবে ?

 ● কারন তোমরা জানোই হয়তো এখন লড়াই টা খুব কঠিন,তাই অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবং নিজের প্রস্তুতি কত টা তা যাচাই করতে Mock Test খুবই উপযোগী। Mock Test সাহায্য করে বাড়িতে বসেই পরীক্ষার পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার জন্য।
বি:দ্র: সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে Grade Me করলেই নিজের নিজের স্কোর দেখতে পাবে। একদম নীচে সঠিক উত্তর গুলো দেওয়া থাকবে। Mock Test টির শেষে মিলিয়ে নিও এবং Comment করে জানিও কত স্কোর এলো।

Mock Test - 5



  1. সব থেকে কম ভেদন ক্ষমতা কার ?

  2. আলফা কণা
    বিটা কণা
    গামা কণা
    সবকটি

  3. নিউক্লীয় বিভাজন কোন কণার আঘাতের ঘটে ?

  4. প্রোটন
    ইলেকট্রন
    নিউট্রন
    উপরের কোনটি নয়

  5. দেশে নিউক্লিয়ার সায়েন্সের প্রতিষ্ঠান কে তুলেছিল ?

  6. বিক্রম সরাভাই
    হোমি জে ভাবা
    এমজিকে মেনন
    রাজা রামান্না

  7. নিউক্লিয় রিয়াক্টরে মডারেটর হিসাবে কোনটি ব্যবহৃত হয় ?

  8. সাধারণ জল
    রেডিয়াম
    থোরিয়াম
    গ্রাফাইট

  9. চাঁদের ভূপৃষ্ঠে কোন পদার্থ পাওয়া যায় ?

  10. টিন
    টাংস্টেন
    ট্যান্টালাম
    টাইটানিয়াম

  11. নিম্নের কোন মৌলটি মানুষ প্রথম আবিষ্কার করে ?

  12. ব্রোঞ্জ
    রুপো
    লোহা
    তামা

  13. সূর্যের আলো থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ?

  14. ভিটামিন A
    ভিটামিন B
    ভিটামিন C
    ভিটামিন D

  15. বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরী ?

  16. লোহা
    টাংস্টেন
    নাইক্রোম
    গ্রাফাইট

  17. ক্ষত স্থান সারাতে কোন ভিটামিন সাহায্য করে ?

  18. ভিটামিন A
    ভিটামিন C
    ভিটামিন E
    ভিটামিন K

  19. লোক সভার প্রথম স্পিকার কে ছিলেন ?

  20. মালভানকার
    পি উপেন্দ্র
    হুকম সিং
    অনাথ সাগর








Click here For Mock Test - 4

Click here For Mock Test - 3

Click here For Mock Test - 2














Answer Key :

1. A  2.C  3. B  4. D  5.D  6.D  7.D  8.B  9.B  10.A

Post a Comment

0 Comments