Monthly Current Affairs in Bengali | Month of October, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

      

Monthly Current Affairs in Bengali | Month of October, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |




Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    অক্টোবর মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে October Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতিবছর 1 লা অক্টোবর International Day of Older Persons পালিত হয়, এবছরের থিম - 'Fulfilling the Promises of the Universal Declaration of Human Rights for Older Persons: Across Generations'

❂ প্রতিবছর 4 - 10 ই অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়, এবছরের থিম - Space and Entrepreneurship

প্রতিবছর 3 রা অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস পালিত হয় 

প্রতিবছর 4 ই অক্টোবর World Animal Welfare Day পালিত হয়, এবছরের থিম - Great or Small, Love Them All

প্রতিবছর 5 ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 

প্রতিবছর অক্টোবর 2 - 8 পর্যন্ত জাতীয় বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয়, থিম - Partnerships for Wildlife Conservation

প্রতিবছর 9 ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়জ এবছরের থিম - Together for Trust: Collaborating for a safe and connected future,  প্রতিবছর 8 ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয় 

প্রতিবছর 10 ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়, থিম - Mental health is a universal human right

প্রতিবছর 7 ই অক্টোবর World Cotton দিবস পালিত হয়, এবছরের থিম - 'Making cotton fair and sustainable for all, from farm to fashion'

প্রতি বছর 11 ই অক্টোবর International Day of the Girl Child পালন করা হয়, এবছরের থিম - 'Invest in Girls' Rights: Our Leadership, Our Well-being'

প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার World Sight Day (এবছর 12 ই অক্টোবর) পালিত হয়, থিম - Love Your Eyes at Work'
 
এবছর 14 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস পালিত হলো, থিম - Water: Sustaining Bird Life

ভারত সরকার 23 শে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করলো



 
 নিয়োগ সমূহ 

28 তম ডিরেক্টর জেনারেল বর্ডার রোডস হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন 

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান নীতিন গুপ্তর কার্যকাল 30 শে জুন, 2024 পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় সরকার 

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 এ আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে অজয় জাদেজাকে নিযুক্ত করা হলো

Mohamed Muizzu সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন 

একদিবসীয় বিশ্বকাপ 2023 এর জন্য 'গ্লোবাল আম্বাসাডর' হিসেবে শচীন টেন্ডুলকারকে নিযুক্ত করলো আইসিসি 

নাভাল স্টাফের ডেপুটি চিফ পদের দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি

HDFC ব্যাংকের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO আদিত্য পুরী Deloitte এর সিনিয়র অ্যাডভাইজার হিসেবে যোগদান করলেন 

PayU এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) অনির্বান মুখার্জীকে PayU এর গ্লোবাল CEO পদে উন্নীত করা হলো

রিলায়েন্সের জিও মার্ট এম এস ধোনিকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

আগস্ট 2024 পর্যন্ত SBI চেয়ারম্যান দীনেশ খারার সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার 

জেনারেল ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রামস্বামী এন কে নিযুক্ত করা হলো

মুনিশ কুমারকে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) 

অলিম্পিকে গোল্ড মেডেল বিজেতা নীরাজ চোপড়াকে Laureus এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো

হায়দ্রাবাদের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস অফিসার সন্দীপ শানডিল্য

ভি জে কুরিয়ানকে নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করলো সাউথ ইন্ডিয়ান ব্যাংক


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 





File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13


Also Download :



Post a Comment

0 Comments