Monthly Current Affairs in Bengali | Month of September, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

     

Monthly Current Affairs in Bengali | Month of September, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |




Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    সেপ্টেম্বর মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে September Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতিবছর 2 রা সেপ্টেম্বর World Coconut Day পালিত হয় 

প্রতিবছর 1 - 7 ই সেপ্টেম্বর National Nutrition সপ্তাহ 2023 পালিত হয়

প্রতিবছর 5 ই সেপ্টেম্বর ভারতে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়

1 থেকে 8 ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত শিক্ষা মন্ত্রক স্বাক্ষরতা সপ্তাহ (Literacy Week) পালন করছে 

বাঙালির নববর্ষ 1 লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করার জন্য রেজোলিউশন পাশ করলো পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সঙ্গীত হল 'বাংলার মাটি বাংলার জল'

প্রতিবছর 8 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Promoting literacy for a world in transition: Building the foundation for sustainable and peaceful societies’

গত 8 ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হলো, এবছরের থিম - 'Prevention and Management of Osteoarthritis'

গত 10 ই সেপ্টেম্বর World Suicide Prevention দিবস পালিত হলো, এবছরের থিম - Creating Hope Through Action

প্রতিবছর 14 ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত হয় 

প্রতিবছর 15 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়, এবছরের থিম - 'Empowering the next generation'

প্রতি বছর 17 ই সেপ্টেম্বর World Patient Safety দিবস পালিত হয়, এবছরের থিম - Engaging patients for patient safety

প্রতি বছর 16 ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হয়, এবছরের থিম - Montreal Protocol: Fixing the Ozone Layer and Reducing Climate Change,
 
এছাড়া গত 15 ই সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালিত হয়, এবছরের থিম - Engineering for a Sustainable Future



 
 নিয়োগ সমূহ 

রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপার্সন হিসেবে জয়া বর্মা সিনহা কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার

আনন্দ মাহিন্দ্রার স্বরাজ ট্রাক্টরের ব্র্যান্ড আম্বাসাডর হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি

প্রাক্তন প্রধানবিচারপতি এন ভি রামানা কে ইন্টারন্যাশনাল মেডিয়েশন প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত করা হল 

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর দায়িত্ব নিলেন মনিশ দেশাই

UK PM ঋষি সুনাক Grant Shapps কে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Tharman Shanmugaratnam

প্রখ্যাত অভিনেতা আর মাধবন কে পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে মনোনীত করা হল 

One Nation, One Election নিয়ে পর্যালোচনা করতে কেন্দ্র সরকার উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করলো,যার চেয়ারম্যান হলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 

মাহিন্দ্রা ব্যাংকের MD এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন উদয় কোটাক, অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন দীপক গুপ্ত

আকাশবাণীর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ড. বসুধা গুপ্ত

Nasscom এর চেয়ারপার্সন পদে Cognizant India এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর Rajesh Nambiar কে নিযুক্ত করা হল 

তিন বছরের জন্য ইন্টারন্যাশনাল ইস্পোর্টস ফেডারেশন মেম্বারশিপে লোকেশ সুজি কে নির্বাচিত করা হল 

সেন্ট্রাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার পদের দায়িত্ব নিলেন শ্যাম সুন্দর গুপ্ত 

অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দি ক্যাবিনেট (ACC) নীরাজ মিত্তলকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিনিউকেশন্স এর সেক্রেটারি পদে নিযুক্ত করলো

এসএস ইনোভেশন এর বোর্ডে যুক্ত ছিলেন ভারতের চন্দ্র মানব Mylswamy Annadurai 

সন্দীপ বক্সি কে ICICI ব্যাংকের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত করা হলো 

ভানুয়াতু পার্লামেন্ট Sato Kilman কে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলো


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 



File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13


Also Download :


Post a Comment

0 Comments