Monthly Current Affairs in Bengali | Month of July, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

   

Monthly Current Affairs in Bengali | Month of July, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


Monthly Current Affairs in Bengali


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    জুলাই মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে July Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতিবছর 1 লা জুলাই National Postal Worker Day পালিত হয়, এছাড়াও এই দিনটি জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালিত হয়

প্রতিবছর 2 রা জুলাই World UFO Day পালিত হয় 

প্রতিবছর 11 ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়, এবছরের থিম - Unleashing the power of gender equality: Uplifting the voices of women and girls to unlock our world’s infinite possibilities

গত 12 ই জুলাই আন্তর্জাতিক মালালা দিবস পালন করা হলো, এবছরের থিম - 'I am Malala'

প্রতিবছর 15 ই জুলাই ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল দিবস পালন করা হয়, থিম - Skilling teachers, trainers and youth for a transformative future

প্রতিবছর 24 শে জুলাই ইনকাম ট্যাক্স দিবস বা আয়কর দিবস পালন করা হয়

এবছরের 27 শে জুলাই CRPF 85 তম প্রতিষ্ঠা দিবস পালন করল

প্রতিবছর 28 শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়

প্রতিবছর 29 শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়

প্রতিবছর 30 শে জুলাই World Day against Trafficking in Persons পালিত হয় 



 
 নিয়োগ সমূহ 

NCP নেতা অজিত পাওয়ার মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন 

9 মাসের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) এ ভারতের আম্বাসাডর হতে চলেছেন ব্রজেন্দ্র নভনিত

তুষার মেহতা কে ভারতের সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে পুনরায় নিযুক্ত করা হলো 

নতুন ন্যাশনাল সাইবারসিকিউরিটি কো-অর্ডিনেটর পদে লিউটেন্যান্ট জেনারেল এম ইউ নায়ার কে নিযুক্ত করা হলো

চীনের Qu-Dongyu কে ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) এর প্রধান পদে পুনরায় নিযুক্ত করা হলো

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চিফ ফিনান্সিয়াল অফিসার পদে Kameshwar Rao Kodavanti কে নিযুক্ত করলো

কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন পি এম প্রসাদ 

সিনিয়র পুরুষ সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে ক্রিকেটার অজিত আগারকার কে নিযুক্ত করা হলো

Aadhav Arjuna কে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হলো

Sirisha Voruganti কে ভারতে Lloyds Banking Group এর টেকনোলজি সেন্টারের MD এবং CEO পদে নিযুক্ত করা হলো

ভারতের পলিসি হেড হিসেবে অ্যাপেলের প্রাক্তন এক্সিকিউটিভ Sreenivasa Reddy কে নিযুক্ত করতে চলেছে গুগল

ফিনান্সিয়াল প্লানিং স্ট্যান্ডার্ডস বোর্ড (FPSB) অফ ইন্ডিয়া কৃষাণ মিশ্রকে চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো 

শ্রী কন্ডা লক্ষন তেলেঙ্গানা স্টেট হর্টিকালচার ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর B. Neeraja Prabhakar কে ICAR-Indian Institute of Oil Palm Research (IIOPR) এর গবেষণা উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হলো 

ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল এর অন্তর্বর্তীকালীন চেয়ারপার্সন হিসেবে বিচারপতি শেও কুমার সিং কে নিযুক্ত করা হলো 

ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটি (IFSCA) এর নতুন চেয়ারপার্সন পদে কে রাজারমন কে নিযুক্ত করা হলো

পি বাসুদেবন কে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 




File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13


Also Download :

Post a Comment

0 Comments