Monthly Current Affairs in Bengali | Month of June, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

  

Monthly Current Affairs in Bengali | Month of June, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


Monthly Current Affairs in Bengali


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    জুন মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে Jume Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতি বছর 1 লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Showcasing how dairy is reducing its environmental footprint, while also providing nutritious foods and livelihoods'

প্রতিবছর 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Riding Together for a Sustainable Future'

প্রতিবছর 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, থিম - 'Solutions to plastic pollution'

প্রতি বছর 7 ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Food standards save lives'

প্রতিবছর 8 ই জুন World Oceans Day পালিত হয়, এবছরের থিম - 'Planet Ocean: The Tides are Changing'

প্রতি বছর 9 ই জুন World Accreditation Day পালিত হয়, এবছরের থিম - 'Accreditation: Supporting the Future of Global Trade'

প্রতি বছর 12 ই জুন 'World Day Against Child Labour' পালিত হয়, এবছরের থিম - 'Week of Action against Child Labour'

প্রতিবছর 13 ই জুন International Albinism Awareness দিবস পালিত হয়, এবছরের থিম - 'Inclusion is Strength'

প্রতিবছর 14 ই জুন বিশ্ব রক্ত দাতা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Give blood, give 
plasma, share life, share often'

প্রতিবছর 15 ই জুন Global Wind Day পালন করা হয়
গত 18 ই জুন Sustainable Gastronomy Day পালিত হলো, এবছরের থিম - 'Local Flavours, Preserving Global Heritage'
 
প্রতিবছর 20 ই জুন বিশ্ব রিফিউজি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Hope away from home'

প্রতিবছর 21 শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Yoga for Vasudhaiva Kutumbakam', এছাড়া এই দিনটিতে বিশ্ব মিউজিক দিবস পালন করা হয়



 
 নিয়োগ সমূহ 

UCO ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে অশ্বিনী কুমার কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার

সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (SECI) এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন অজয় যাদব

লাতভিয়া সংসদ বিদেশ মন্ত্রী Edgars Rinkevics কে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করলো 

Naval Armament এর ডিরেক্টর-জেনারেল পদের দায়িত্ব নিলেন পি উপাধ্যায়

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অমরেন্দু প্রকাশ

দি হিন্দু গ্রুপের নতুন চেয়ারপার্সন পদে Nirmala Lakshman কে নিযুক্ত করা হলো 

ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্দনা কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে স্বাক্ষর করলো Wrangler ব্র্যান্ড

এয়ার অফিসার-ইন-চার্জ এডমিনিষ্ট্রেশন হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল রাজেশ কুমার আনন্দ

জনার্দন প্রসাদ কে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর-জেনারেল পদে নিয়োগ করা হলো

কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া (CONCOR) এর পরবর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন সঞ্জয় স্বরূপ

ক্রেডিট ব্যুরো TransUnion CIBIL এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে V Anantharaman কে নিযুক্ত করা হলো

ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এর প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসেবে আর্জেন্টিনার Celeste Saulo কে নিযুক্ত করা হলো 

ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সভাপতি হলেন UAE এর Abdulla Al Mandous

ইউএন জেনারেল এসেম্বলির 78 তম সেশনের সভাপতি হিসেবে Dennis Francis কে নির্বাচিত করা হলো 

IATA এর বোর্ড অফ গভর্নরে Chair-elect হিসেবে IndiGo CEO Pieter Elbers কে নিযুক্ত করা হলো

অমিত আগরওয়াল এবং সুবোধ কুমার সিং কে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার CEO পদে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো 

বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ডিরেক্টর জেনারেল পদে নীতিন আগরওয়াল কে নিযুক্ত করা হলো

Epson India এর ব্র্যান্ড আম্বাসাডর পদে রেশমিকা মন্দনা কে নিযুক্ত করা হলো 

নতুন পাওয়ার সেক্রেটারি পদে পঙ্কজ আগরওয়াল কে নিযুক্ত করা হলো

পাকিস্তানে প্রথম মহিলা এনভয় হিসেবে Jane Marriott কে নিযুক্ত করলো ইউকে

Reliance Tira বলিউড অভিনেত্রী সুহানা খান, কিয়ারা আদভানি এবং করিনা কাপুর খান কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

গোপীচাঁদ হিন্দুজা সম্প্রতি Hinduja Group এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন 

ভারতে নতুন হাই-কমিশনার হিসেবে Philip Green কে নিযুক্ত করলো অস্ট্রেলিয়া


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 


File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13


Also Download :


Post a Comment

0 Comments