Monthly Current Affairs in Bengali | Month of June, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
জুন মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে Jume Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
◓ প্রতিবছর 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Riding Together for a Sustainable Future'
◓ প্রতিবছর 20 ই জুন বিশ্ব রিফিউজি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Hope away from home'
◓ সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (SECI) এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন অজয় যাদব
◓ লাতভিয়া সংসদ বিদেশ মন্ত্রী Edgars Rinkevics কে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করলো
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13



0 Comments
Please do not share any spam link in the comment box