Monthly Current Affairs in Bengali | Month of May, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
মে মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে April Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
❏ প্রতি বছর 7 ই মে বিশ্ব অ্যাথলেটিকক্স দিবস পালিত হয়
❏ প্রতিবছর 12 ই মে International Day of Plant Health 2023 দিবস পালিত হয়, এবছরের থিম - 'Plant Health for Environmental Protection', এছাড়া গত 11 ই মে জাতীয় টেকনোলজি দিবস পালিত হলো
❏ প্যারাগুয়ের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে Santiago Pena কে নির্বাচিত করা হলো
❏ আন্দামান-নিকোবর কম্যান্ডের 17 তম কম্যান্ডার-ইন-চিফ পদের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল সঞ্জু বালাকৃষ্ণন
❏ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে জাস্টিস TS Sivagnanam কে নিযুক্ত করা হলো
❏ Marylebone Cricket Club (MCC) এর পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন Mark Nicholas
❏ বিশ্ব ব্যাংকের 14 তম প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয়-বংশোদ্ভূত অজয় বাঙ্গা
❏ এটমিক এনার্জি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে BARC ডিরেক্টর এ কে মোহান্তি কে নিযুক্ত করা হলো
❏ বিডেন এডমিনিষ্ট্রেশনে ডোমেস্টিক পলিসি অ্যাডভাইজার হিসেবে ভারতীয়-আমেরিকান নিরা ট্যান্ডন কে নিযুক্ত করা হলো
❏ টেকনিক্যাল অফিসিয়ালস কমিটির সভাপতি পদে ওমার রশিদ কে নিযুক্ত করলো ব্যাডমিন্টন এশিয়া
❏ পরবর্তী কোল ইন্ডিয়ার প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Polavarapu Mallikharjuna Prasad
❏ ভারতে নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে Karthik Balagopalan কে নিযুক্ত করলো Puma
❏ রাজীব ধর কে অন্তর্বর্তীকালীন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে নিযুক্ত করলো NIIF
❏ Gucci র প্রথম ভারতীয় গ্লোবাল আম্বাসাডর হিসেবে আলিয়া ভাট কে নিযুক্ত করা হলো
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13



0 Comments
Please do not share any spam link in the comment box