Monthly Current Affairs in Bengali | Month of January, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
জানুয়ারি মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে January Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
➲ প্রতিবছর 12 ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়, এবছরের থিম - 'Viksit Yuva – Viksit Bharat'
➲ প্রতি বছর 23 শে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয়
➲ প্রতি বছর 25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়, এবছরের থিম - 'Nothing Like Voting, I Vote for Sure’
➲ প্রতি বছর 26 শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়, এবছরের থিম - 'Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride in Customs', এছাড়া গত 24 শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হলো, এবছরের থিম - 'to invest in people, prioritize education'
➲ ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অজয় কুমার শ্রীবাস্তব কে নিযুক্ত করা হলো
➲ বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ডিরেক্টর জেনারেল (DG) পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহন করলেন CRPF DG সুজয় লাল থাওসেন
➲ Jason Moo কে ব্যাংক অফ সিঙ্গাপুরের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হলো
➲ লাদাখের সংস্কৃতি, ভাষা এবং কর্মসংস্থান রক্ষা করতে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই এর নেতৃত্বে 17 জন সদস্যের কমিটি গঠন করলো কেন্দ্রীয় সরকার
➲ Gem and Jewellery ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে সাইয়ম মেহরা কে নির্বাচিত করা হলো
➲ পেটিএম পেমেন্টস ব্যাংক এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে সুরিন্দার চাওলা কে নিযুক্ত করা হলো
➲ BCCI সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে চেতন শর্মা কে পুনরায় নিযুক্ত করা হলো
➲ গ্যাবনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে Alain-Claude Bilie-By-Nze কে নিযুক্ত করা হলো
➲ বিকাশ পুরোহিত কে গ্লোবাল বিজনেস গ্রুপ ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো Meta
➲ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে অনুরাগ কুমার কে নিযুক্ত করা হলো
➲ ভারতীয়-আমেরিকান স্পেস বিশেষজ্ঞ AC Charania কে চিফ টেকনোলজিস্ট পদে নিযুক্ত করলো NASA
➲ Ministry of Indigenous People এর প্রথম মন্ত্রী হিসেবে Sonia Guajajara নিযুক্ত করলো ব্রাজিল সরকার
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13



0 Comments
Please do not share any spam link in the comment box