Monthly Current Affairs in Bengali | Month of December, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
ডিসেম্বর মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে December Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
❖ প্রতিবছর 2 রা ডিসেম্বর বিশ্ব কম্পিউটার স্বাক্ষরতা দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটিতে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস হিসেবে পালিত হয়
❖ প্রতি বছর 3 রা ডিসেম্বর International Day of Persons with Disabilities পালিত হয়, এবছরের থিম - 'Transformative solutions for inclusive development: the role of innovation in fuelling an accessible and equitable world'
❖ প্রতি বছর 7 ই ডিসেম্বর আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস পালিত হয়, এবছরের থিম - 'Advancing Innovation for Global Aviation Development'
❖ প্রতি বছর 9 ই ডিসেম্বর আন্তর্জাতিক অ্যান্টি-করাপশন দিবস পালিত হয়, এবছরের থিম - 'Uniting the world against corruption'
❖ প্রতি বছর 10 ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়, ক্যাম্পেইন থিম - 'Dignity, Freedom, and Juctice for All'
❖ গত 11 ই ডিসেম্বর ইউনিসেফ দিবস পালিত হলো, এছাড়াও আন্তর্জাতিক মাউন্টেন দিবসও ওই একইদিনে পালিত হলো
❖ প্রতি বছর 14 ই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালিত হয়
❖ গত 18 ই ডিসেম্বর International Migrants Day পালিত হলো, এছাড়া এই দিনটি National Minorities Rights Day হিসেবেও পালিত হয়
❖ UPSC এর একজন সদস্য হিসেবে আইএএস অফিসার প্রীতি সুদান কে নিযুক্ত করা হলো
❖ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এন্ড লিটারেসির সেক্রেটারি পদে সঞ্জয় কুমার কে নিযুক্ত করা হলো
❖ ওয়ারাব্যাল টেকনোলজি কোম্পানি Noise এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে বিরাট কোহলি কে নিযুক্ত করা হলো
❖ ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেডের (BHAVINI) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন কে ভি সুরেশ কুমার
❖ জম্মু-কাশ্মীরের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি Tashi Rabstan কে নিযুক্ত করা হলো
❖ পেরুর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন Dina Boluarte
❖ BPCL এর প্রাক্তন চেয়ারম্যান অরুণ কুমার সিং কে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) এর প্রধান হিসেবে নিযুক্ত করা হলো
❖ B20 ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে টাটা সন্স -এর চেয়ারম্যান এন চন্দ্রসেকরন কে নিযুক্ত করা হলো
❖ 2022 এর ডিসেম্বরের মাসের জন্য ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিলের (UNSC) সভাপতিত্বের দায়িত্ব পেলো ভারত
❖ ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (COO) পদে সুস্মিতা শুক্লা কে নিযুক্ত করা হলো
❖ মীনেশ সি শাহ কে ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ডের (NDDB) এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো
❖ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) এর চেয়ারম্যান হতে চলেছেন কে ভি শাজী
❖ কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এর সভাপতি হিসেবে ড. পি সি রথ কে নির্বাচিত করা হলো
❖ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নতুন মুখ্য বিজ্ঞানী হলেন Dr Jeremy Farrar
❖ ভারতীয় বংশোদ্ভূত Leo Varadkar কে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত করা হলো
❖ হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে Claudine Gay কে নিযুক্ত করা হলো
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13



0 Comments
Please do not share any spam link in the comment box