৩০০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ২৫ ) | Gk Guide Monthly [PDF] Version 25.0
হ্যালো বন্ধুরা ,
তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail Group D , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন - ২৫) যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন ৩০০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে |
তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-
নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>
Ans : কনাদ
🎯 2. মহাজাগতিক রশ্মি সংক্রান্ত 'ক্যাসকেড তত্ত্ব' কার আবিষ্কার ?
Ans : ওয়াল্টার হাইটলার ও হোমি জাহাঙ্গীর ভাবা
🎯 3. থিওরি অব থার্মাল আয়োনাইজেশন কার আবিষ্কার ?
Ans : মেঘনাদ সাহা
🎯 4. মারকিউরাস নাইট্রাইট - কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?
Ans : প্রফুল্লচন্দ্র রায়
🎯 5. কালজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন - কে আবিষ্কার করেন ?
Ans : উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
🎯 6. সূর্য যে স্থির এবং তা ঘোরে না - একথা প্রথম ঘোষণা করেন ?
Ans : আর্যভট্ট
🎯 7. পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম ঘোষণা করেন ?
Ans : পিথাগোরাস
🎯 8. বিন্দু, রেখা, তল সম্মন্ধে প্রথম আলোকপাত কে করেন ?
Ans : প্লেটো
🎯 9. বাষ্পচালিত রেল ইঞ্জিন - কে আবিষ্কার করেন ?
Ans : জর্জ স্টিফেনসন
🎯 10. নিরাপত্তা বাতি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
Ans : হামফ্রে ডেভি
➥ 11. স্টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হল ?
Ans : শব্দের প্রতিফলন
➥ 12. সব পতনশীল বস্তুর ত্বরণই সমান - এটি কে আবিষ্কার করেছিলেন ?
Ans : গ্যালিলিও
➥ 13. যদি কেউ সর্বাধিক দূরত্বে ক্রিকেট বল ছুড়তে চায় তবে সে কত ডিগ্রি কোণে ছুড়বে ?
Ans : 45°
➥ 14. 1250℃ উষ্ণতা পরিমাপে কোন থার্মোমিটার ব্যবহৃত হয় ?
Ans : প্লাটিনাম রোধক থার্মোমিটার
➥ 15. রকেট কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ?
Ans : ভরবেগের সংরক্ষণ
➥ 16. মেঘযুক্ত রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয় কারণ হলো তাপের _____ ?
Ans : বিকিরণ
➥ 17. লোহায় মরিচা পড়লে লোহার ওজনের কিরূপ পরিবর্তন ঘটে ?
Ans : লোহার ওজন বৃদ্ধি পায়
➥ 18. কোন ধরনের রাসায়নিক পদার্থ ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় ?
Ans : সিলভার ব্রোমাইড
➥ 19. একটি একক আধানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হল -
Ans : বিভব পার্থক্য
➥ 20. কোন মৌলটি খনিজ এবং পাথরসমূহে সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে ?
Ans : সিলিকন
★ 21. নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী ?
Ans : ল্যাকটোব্যাসিলাস
★ 22. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় ?
Ans : 1930 সালে
★ 23. কোনটির প্রস্তাবে গণপরিষদ ( Constituent Assembly) গঠন করার কথা বলা হয়েছিল ?
Ans : ক্যাবিনেট মিশন পরিকল্পনা
★ 24. একটি জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে ?
Ans : একদিন পিছিয়ে যায়
★ 25. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
Ans : জাহাজ
★ 26. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ?
Ans : মেছো বিড়াল
★ 27. সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে 'বুলন্দ দরওয়াজা' নির্মাণ করেছিলেন ?
Ans : গুজরাট
★ 28. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পন' গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন ?
Ans : মাইকেল মধুসূদন দত্ত
★ 29. 'হুতোম প্যাঁচা' ছদ্মনামে কোন বাঙালি লেখক পরিচিত ?
Ans : কালীপ্রসন্ন সিংহ
★ 30. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
Ans : আন্টার্কটিকা
Ans : 300
◒ 32. পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রন করে কে ?
Ans : হাইপোথালামাস
◒ 33. ভূপৃষ্ঠের মুক্তি বেগের মান কত ?
Ans : 11.2 km/s
◒ 34. 1 অ্যাটমোস্ফিয়ার চাপ কত টর চাপের সমান ?
Ans : 760
◒ 35. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রটির নাম কি ?
Ans : ল্যাকটোমিটার
◒ 36. SI পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি ?
Ans : জুল/মিটার^2
◒ 37. যদি জলের উপর কেরোসিন ছড়ানো হয় তবে পৃষ্ঠটানের কি পরিবর্তন ঘটে ?
Ans : কমবে
◒ 38. গামা রশ্মি কে আবিষ্কার করেন ?
Ans : হেনরি বেকারেল
◒ 39. চাপ বাড়ালে শব্দের গতিবেগ এর কি পরিবর্তন ঘটে ?
Ans : কোনো পরিবর্তন হয় না
◒ 40. ম্যাক নাম্বার যদি 1 এর বেশি হয় তবে সেই বেগকে বলা হয় ?
Ans : সুপারসনিক বেগ
✒ 41. একটি একক আধান কে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হল -
Ans : বিভব পার্থক্য
✒ 42. ইউরিয়ার রাসায়নিক নাম কি ?
Ans : কার্বামাইড
✒ 43. আয়রনের বিশুদ্ধতম রূপ হলো ?
Ans : রট আয়রন
✒ 44. গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে ?
Ans : মিথেন
✒ 45. কোন প্রকার রাসায়নিক পদার্থ বিউটি পার্লারে হেয়ার কাটিং এ ব্যবহৃত হয় ?
Ans : সালফারঘটিত
✒ 46. কোন এসিড কে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় ?
Ans : সালফিউরিক এসিড
✒ 47. কোনো শক্তি কেন্দ্রে প্রধান বায়ুদূষক কোনটি ?
Ans : SO2
✒ 48. কালজ্বরের ওষুধে কোন জৈব যৌগ ব্যবহার করা হয় ?
Ans : ইউরিয়া
✒ 49. কোন ধাতুর আকরিক হলো অ্যাজুরাইট ?
Ans : কপার
✒ 50. এসিড দ্রবণে নীল লিটমাস কাগজ কোন বর্ণ ধারণ করে ?
Ans : লাল
☛ 51. কোন মুঘল সম্রাট বিবি কা মাকবারা নির্মাণ করেছিলেন ?
Ans : ঔরঙ্গজেব
☛ 52. কোন মুঘল সম্রাট দরবেশ বা জিন্দাপির নামে পরিচিত ছিলেন ?
Ans : ঔরঙ্গজেব
☛ 53. ইতালিয়ান পর্যটক Manucci কার রাজসভায় এসেছিলেন ?
Ans : শাহজাহান
বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও
File Details ::
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12


0 Comments
Please do not share any spam link in the comment box