Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৮৬

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৮৬ 


Bengali GK Guide


🎲 1. আলফা কণা নি:সরণকারী একটি মৌল হল ? 
Ans : রেডিয়াম

🎲 2. সবাত শ্বসনে 1 গ্রাম অনু গ্লুকোজ জারিত হয়ে কত পরিমান তাপশক্তি উৎপন্ন হয় ? 
Ans : 686 kcal

🎲 3. লাইম ওয়াটারে যে গ্যাস আছে তা হল - ? 
Ans : ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

🎲 4. তামার উপর খোলা বায়ুতে যে সবুজ বর্ণের আস্তরণ পড়ে তার নাম হল - ? 
Ans : বেসিক কপার কার্বনেট

🎲 5. উদ্ভিদে ক্লোরোফিল অনু গঠনে প্রয়োজনীয় ধাতব মৌল টি হল - ? 
Ans : ম্যাগনেসিয়াম

🎲 6. চোখের রেটিনার সাথে যুক্ত স্নায়ুটি হল - ? 
Ans : অপটিক নার্ভ

🎲 7. ডিটারজেন্টের যে উপাদান টি জলের মধ্যে ময়লার অণুকে প্রলম্বিত রাখে সেটি হল - ? 
Ans : কার্বক্সি মিথাইল সেলুলোজ

🎲 8. ঝালাইয়ের কাজে বহুল ব্যবহৃত গ্যাসটি হল - ? 
Ans : এসিটিলিন

🎲 9. কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে সর্বোচ্চ যত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তা হল - ? 
Ans : 8 টি

🎲 10. পরমাণুর প্রোটন ও নিউট্রন কে একত্রে কি বলা হয় ? 
Ans : নিউক্লিয়ন


Post a Comment

0 Comments