Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৬৮

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৬৮ 


Bengali GK Guide


🎯 1. রাজনৈতিক নেতা যিনি 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ? 
Ans : উইনস্টন চার্চিল 

🎯 2. পপ শিল্পী ম্যাডোনার যে অ্যালবামে সংস্কৃত শ্লোক আছে তা হলো ? 
Ans : রে অব লাইট 

🎯 3. কোন বিখ্যাত ব্যক্তিত্ব কুইন অব ক্রাইম নামে বিখ্যাত ? 
Ans : আগাথা ক্রিস্টি 

🎯 4. কোন পত্রিকায় 'চোখের বালি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ? 
Ans : বঙ্গদর্শন পত্রিকায় 

🎯 5. 'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans : বুদ্ধদেব বসু 

🎯 6. কোন ব্যক্তি পুলিতজার পুরস্কারের প্রচলন করেন ? 
Ans : জোসেফ পুলিতজার 

🎯 7. ভারত-আফগান যৌথ উদ্যোগে গঠিত প্রথম ছায়াছবি টি হলো ? 
Ans : স্প্রিং অব হোপ

🎯 8. বিখ্যাত নৃত্য কুচিপুরী এর মুখ্য বিষয় হলো ? 
Ans : পুরাণ ও মহাকাব্যের ঘটনাবলি

🎯 9. কোন ভাষায় চর্যাগীতি লেখা হয়েছিল ? 
Ans : প্রাকৃত ভাষায় 

🎯 10. বিশ্বের কোন শহরে বিখ্যাত 'অলিম্পিক থিয়েটার' অবস্থিত ? 
Ans : লন্ডন


Post a Comment

0 Comments